Road Accident in Goghat: মাংস কিনতে যাওয়াই কাল হল, বাড়ি ফেরা হল না আর

জামাইষষ্ঠীর দিন মাংস কিনতে বেরিয়ে পথ দুর্ঘটনায় (Road Accident in goghat) মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বেঙাই এলাকায় । আর এই দুর্ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ । মৃতের নাম প্রতীক ঘোষ (৩৬) । বাড়ি গোঘাটের সেনাই গ্রামে ।

জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষে বাড়িতে দিদি জামাইবাবু আসবে ৷ সেই জন্য বুধবার সকালে বাইক নিয়ে মাংস কিনতে বেরিয়েছিলেন প্রতীক। বেঙাই এলাকায় মাংসের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ উলটো দিক থেকে আসা কোতুলপুরগামী একটি লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়(Road Accident in Goghat) ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতীকের । রক্তাক্ত দেহ বেশ কিছুক্ষণ ধরে রাস্তাতেই পড়ে থাকে বলেও অভিযোগ ৷

দেহটি দেখতে পেয়ে প্রতিবাদে নামে স্থানীয়রা । প্রথমে বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে । পরে অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা । বিক্ষোভ ও অবরোধের জেরে প্রায় ঘণ্টা দেড়েক যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে । ময়নাতদন্তের জন্য দেহটি উদ্ধার করার পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক ।

Exit mobile version