সকালের ব্যস্ত সময়ে একের পর এক দুর্ঘটনার (Road Accident) সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সকালে পার্ক সার্কাসের পর বিদ্যাসাগর সেতু সংলগ্ন রবীন্দ্রসদনের কাছে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Road Accident) । এক বেপরোয়া গতির যাত্রীবাহী বাস পরপর একাধিক গাড়িকে ধাক্কা দিয়ে উঠে গেল ফুটপাথের রেলিংয়ে (Road Accident) । আহত হলেন বেশ কয়েকজন যাত্রী (Road Accident) ।
ধূলাগড় থেকে নিউটাউনগামী বাসটি বিদ্যাসাগর সেতু পেরিয়ে রবীন্দ্রসদনের ঢালে নামতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বেপরোয়া গতিতে ধাক্কা মারে একটি প্রাইভেট কার ও একটি ম্যাটাডোর ভ্যানে। ধাক্কার জেরে ভ্যানটি উল্টে যায়, গুরুতর আহত হন প্রাইভেট কারের যাত্রীরা। তবে এখানেই থামেনি বাসের তাণ্ডব। পরপর গাড়িতে ধাক্কা মারার পর সোজা গিয়ে ফুটপাথের রেলিং ভেঙে উঠে যায় বাসের চাকা।
এই দুর্ঘটনার ফলে বিদ্যাসাগর সেতুর মতো গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়, ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়েই হেস্টিংস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ইতিমধ্যেই বাস ও চালককে আটক করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। ব্রেক ফেল করেছিল কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে শহরের অন্যতম ব্যস্ততম রাস্তায় এমন ভয়াবহ দুর্ঘটনায় আরও বড় বিপর্যয় ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।