আরজি কর মেডিক্যাল (RG Kar) কলেজের খুন ও ধর্ষণের মামলায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহের অতিরিক্ত দায়রা আদালত। সোমবার দুপুর সাড়ে ১২টায় সাজা ঘোষণা (RG Kar) করবেন বিচারক। তার আগে শিয়ালদহ কোর্ট চত্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে (RG Kar) ।
কঠোর নিরাপত্তা বলয়
সোমবার সকাল থেকেই কোর্ট চত্বর মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে। নিরাপত্তার তত্ত্বাবধানে থাকছেন দুই ডিসি পদমর্যাদার আধিকারিক। তাঁদের সঙ্গে থাকছেন পাঁচজন এসি, ১৪ জন ইন্সপেক্টর, ৩১ জন এসআই, ৩৯ জন এএসআই, ২৯৯ জন কনস্টেবল ও ৮০ জন মহিলা পুলিশ।
কোর্ট চত্বরের সামনে গার্ডরেলের ব্যবস্থা ছাড়াও, আশপাশের এলাকায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। পুরো এলাকা পুলিশি নজরদারিতে রয়েছে।
প্রিজন ভ্যানে কোর্টে সঞ্জয় রাই
সোমবার সকালে প্রেসিডেন্সি জেল থেকে প্রিজন ভ্যানে করে সঞ্জয় রাইকে শিয়ালদহ কোর্টে আনা হয়। ভ্যানের চারপাশে ছিল লোহার জাল এবং দু’পাশে পুলিশের গাড়ির কনভয়। রাস্তার সমস্ত ট্রাফিক সিগন্যাল খুলে দিয়ে সঞ্জয় রাইকে দ্রুত আদালতে নিয়ে যাওয়া হয়।
বিচারকের সিদ্ধান্তের অপেক্ষা
সঞ্জয় রাইকে ইতিমধ্যেই দায়রা আদালত দোষী সাব্যস্ত করেছে। তাঁর বিরুদ্ধে বিএনএস ৬৪, ৬৬ ও ১০৩(১) ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। এই ধারাগুলোর মধ্যে একটিতে যাবজ্জীবন, একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটিতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে। সাজা ঘোষণার আগে বিচারক সঞ্জয়ের বক্তব্য শুনবেন বলে জানিয়েছেন।
জুনিয়র ডাক্তারদের জমায়েত নিষিদ্ধ
গত শনিবার কোর্টের বাইরে জুনিয়র ডাক্তারদের জমায়েত লক্ষ্য করা গেলেও, সোমবার জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ। শিয়ালদহ কোর্ট চত্বর এবং প্রেসিডেন্সি জেলের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাফ। এই মামলার রায়ের দিকে নজর রয়েছে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলের।