অক্সফোর্ডেও ‘আত্মনির্ভরতা’

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে যা বারবার শোনা যায়, সেই ‘আত্মনির্ভরতা’কে ২০২০-র সেরা হিন্দি শব্দ হিসাবে চিহ্নিত করল অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ। করোনা অতিমারী মোকাবিলায় অগণিত দেশবাসীর লড়াইকে সম্মান জানাতেই এই স্বীকৃতি বলে জানানো হয়েছে। তিন ভাষা বিশেষজ্ঞ কৃতিকা আগরওয়াল, পুনম নিগম সহায় এবং ইমোজেন ফক্সেল বেছে নিয়েছেন ‘আত্মনির্ভরতা’কে। কোনও এক বছরের মানসিকতা ও সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনও শব্দকে সাধারণত এই স্বীকৃতি দেওয়া হয়। ২০১৭-য় আধার, ২০১৮-য় নারীশক্তি এবং ২০১৯-এ সংবিধান শব্দগুলি এই স্বীকৃতি পেয়েছে।
সম্প্রতি এক বিবৃতিতে অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ জানিয়েছে — করোনার গোড়ার দিকে কোভিড ১৯ প্যাকেজ ঘোষণার সময়েই মোদী দেশবাসীকে আত্মনির্ভর হওয়ারডাক দেন। দেশ, অর্থনীতি, সমাজ ও ব্যক্তি হিসাবে স্বনির্ভর হয়ে ভাইরাস মোকাবিলায় জোর দেন তিনি। তার পরে এই শব্দটির প্রয়োগ ও ব্যবহার বহুগুণে বেড়ে যায় বলে বিবৃতিতে জানিয়েছে তারা।
যার অন্যতম নজির হলো কোভিডের দেশীয় টিকা উৎপাদন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর শিবরামকৃষ্ণন ভেঙ্কটেশ্বরন বলেন, ‘অভূতপূর্ব এ বছরে আত্মনির্ভরতা শব্দটি বৃহদাংশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। কোভিডে জখম অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রেও তা জরুরি ভূমিকা পালন করেছে।’

Exit mobile version