ভারতের দিল্লি ও মুম্বইয়ে বাংলাদেশিদের (Bangladeshi) বিরুদ্ধে চিরুনি তল্লাশির মধ্যে মেখলিগঞ্জ সীমান্তে ছয় বাংলাদেশিকে (Bangladeshi) আটক করেছে বিএসএফ। আটককৃতদের (Bangladeshi) মধ্যে দুই শিশুও রয়েছে। অন্যদিকে, উত্তর দিনাজপুর সীমান্তে আরও এক বাংলাদেশি (Bangladeshi) ও একজন ভারতীয় পাচারকারী গ্রেফতার হয়েছেন।
মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায় বিএসএফের তৎপরতায় আটক হয় কাবিল শরিফ (৩৩), তাঁর স্ত্রী হাজেরা শরিফ (২৭), এবং তাঁদের দুই শিশু ইরফান শরিফ (৫) ও ইব্রাহিম শরিফ (১)। একইসঙ্গে, ওই এলাকায় ধরা পড়েন মহম্মদ নাদিল সর্দার (২৫) নামে এক যুবক এবং মিঠুন রায় (২৫), যিনি ভারতীয় নাগরিক ও পাচারকারী হিসেবে অভিযুক্ত। বিএসএফ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন কাবিল ও নাদিল। পরবর্তীতে কাবিল তাঁর স্ত্রীকে নিয়ে আসেন এবং ভারতেই সংসার পেতে বসেন। তাঁদের দুই সন্তানের জন্ম হয়েছে এ দেশে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁদের কাছে বেআইনি ভারতীয় পরিচয়পত্র রয়েছে।
সম্প্রতি দিল্লি ও মুম্বইয়ে বাংলাদেশিদের ধরপাকড়ের পর দেশে ফেরার চেষ্টা করেছিলেন এই পরিবার। কিন্তু বিএসএফের গোপন খবরের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। বিএসএফের আইজি সূর্য কান্ত শর্মা জানিয়েছেন, “সীমান্তে বিএসএফ জওয়ানরা সর্বোচ্চ তৎপরতা বজায় রেখেছেন। প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং পাচারকারীদের আটক করা সম্ভব হচ্ছে।”
আটক বাংলাদেশিদের বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতীয় পাচারকারী মিঠুন রায় এবং নাদিল সর্দারকে মেখলিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিনে উত্তর দিনাজপুর সীমান্তে আরেক বাংলাদেশি ও এক ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ। বাংলাদেশি অনুপ্রবেশ ও পাচার কার্যকলাপ বন্ধে সীমান্তে তৎপরতা বাড়ানো হলেও, এই ধরণের ঘটনা ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।