Shooting at US School: আবারো বন্দুকবাজের হানায় রক্তাক্ত আমেরিকার মিনেসোটা, স্কুলে-চার্চে গুলিবর্ষণ, মৃত ২

মিনিয়াপলিস: ফের বন্দুকবাজের তাণ্ডবে কাঁপল আমেরিকা (Shooting at US School)। এবার ঘটনাস্থল মিনেসোটা প্রদেশের মিনিয়াপলিস। বুধবার সকালে মিনিয়াপলিস ক্যাথলিক স্কুলে ঢুকে এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালায়। এতে স্কুল পড়ুয়া সহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এরপর হামলাকারী পাশের অ্যানুনসিয়েশন চার্চেও হামলা করে। সেখানে দু’জনের মৃত্যু হয়।

মিনেসোটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই হামলা শুরু হয়। বন্দুকবাজ প্রথমে মিনিয়াপলিস ক্যাথলিক স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে গুরুতর আহত হন পাঁচ স্কুল পড়ুয়া, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর হামলাকারী চার্চে হামলা চালালে সেখানে দুজন নিহত হন।

মিনিয়াপোলিস পুলিশ ক্যাথলিক স্কুলের গুলিবর্ষণের স্থানে।

 

মিনিয়াপলিস পুলিশ জানিয়েছে, এই হামলার পর বন্দুকবাজ নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন। তাই এখন আর নতুন করে কোনো ঝুঁকির সম্ভাবনা নেই।

এই মর্মান্তিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইট করে জানান, তাকে এই হামলার বিষয়ে অবহিত করা হয়েছে। এফবিআই ঘটনাস্থলে পৌঁছেছে এবং হোয়াইট হাউস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজ় বিবিসি-কে বলেছেন, “হামলাকারী বন্দুকবাজের মৃত্যু হয়েছে। এখন আর কোনো ভয় নেই।”

বারবার এই ধরনের বন্দুক হামলার ঘটনা আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

Exit mobile version