হাথরস নির্যাতিতার সঙ্গে সীতার তুলনা ! ফের বিতর্কিত মন্তব্য কল্যানের

        ফের বিতর্কিত মন্তব্য তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

খবর এইসময়, নিউজ ডেস্কঃ এদিন শনিবার ব্যারাকপুর ষ্টেশনের সামনে বাংলায় অশান্তি সৃষ্টি করা বিজেপির বিরুদ্ধে বিশাল জনসভার আয়জন করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্বের সাথে শ্রীরাম পুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিন শুরু থেকেই বিজেপি’র উদ্দেশ্যে সুর চড়িয়ে নানান মন্তব্যের পাশাপাশি হাথরস কান্ড নিয়ে বলতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূলের ওই আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ বলেন, “সীতা রামের কাছে যেয়ে বলছে , বলল ভাগ্যিস রাবণ আমাকে হরণ করে নিয়ে গিসলো। আর যদি তোমার ওই চ্যালাগুলো , কি বলে ? (মঞ্চের সামনে থাকা সমর্থকদের উদ্দেশ্যে) ,হ্যাঁ, যারা ওই লাল হলুদ, গেরুয়া ফেট্টি বাঁধে।বলে তোমার চেলা গুলো যদি হরণ করে নিয়ে যেতো, তাহলে আমার উত্তরপ্রদেশের হাথরসের ধর্ষিতা মেয়েটির মতো অবস্থা হত।”

Exit mobile version