Saturday, March 22, 2025
Homeখেলার খবরChampions Trophy থেকে ছিটকে গেলেন যেসব তারকা

Champions Trophy থেকে ছিটকে গেলেন যেসব তারকা

Published on

চ্যাম্পিয়নস ট্রফির ২০২৫ (Champions Trophy) শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। মেগা এই টুর্নামেন্টের আগে চোটের ধাক্কা আছে বেশ কয়েকটি দলে। কয়েকজন তো এরই মধ্যে ছিটকে গেছেন। বেশ কিছু বড় নামকে দেখা যাবে না এবারের আসরে। চোট, অবসর আর নাম প্রত্যাহারের মিছিলে শেষ দিনে অস্ট্রেলিয়া দলে এসেছে বড় পরিবর্তন। এক নজরে দেখে নেওয়া যাক যেসব তারকাকে দেখা যাবে না এবারের আসরে…

চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy) আগে চোটের সমস্যায় সবচেয়ে বেশি বিপাকে অস্ট্রেলিয়া। অজিদের জন্য বড় ধাক্কা অলরাউন্ডার প্যাট কামিন্স ও  জশ হ্যাজলউডের মতো পেসারের না থাকা। ব্যক্তিগত কারণে মিচেল স্টার্ক আর ওয়ানডে থেকে হঠাৎ অবসর নিয়েছেন মার্কাস স্টয়নিস। পিঠের চোটে ছিটকে গেছেন মিচেল মার্শের তারকা অলরাউন্ডার। অনেকটা নতুন নিয়েই এবার খেলতে হচ্ছে অসিদের।

অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও তাদের একাধিক ক্রিকেটারকে হারিয়েছে। আইএল টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং চোট পেয়েছেন তারকা পেসার লকি ফার্গুসন। ক্যাচ ধরতে গিয়ে কপালে আঘাত পেয়েছেন তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। জানা গেছে, তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে ব্ল্যাক ক্যাপসরা।

সদ্যই ভারতের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া  ইংল্যান্ড এক ক্রিকেটারকে পাচ্ছে না। তিনি হলেন তরুণ তুর্কি জ্যাকব বেথেল। সদ্য সমাপ্ত ভারত সফরে হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি। আর সেই চোটই তাকে ছিটকে দিল চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy) থেকে। বেথেলের পরিবর্তে শেষ মুহূর্তে টম ব্যান্টনকে স্কোয়াডে নেওয়া হয়েছে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবথেকে বড় ধাক্কা খেতে হয়েছে ভারতকে। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তারকা পেসার জাসপ্রিত বুমরা। যদিও টুর্নামেন্টের (Champions Trophy) শেষদিকে তাকে দলে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে বিসিসিআইয়ের। পুরো আসরে ভারতের জন্য ট্রাম্প কার্ড হতে পারতেন বুমরা। অস্ট্রেলিয়া সফরে পাওয়া পিঠের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি তিনি।

চোটের ধাক্কা আছে পাকিস্তান ক্রিকেট দলেও। তারকা পেসার হারিস রউফ চলমান ত্রিদেশীয় সিরিজে সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন। শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকতে পারেন কিনা হারিস সেটাই দেখার বিষয়। এর আগে চোটের কারণে ছিটকে যান ইনফর্ম ওপেনার সাইম আইয়ুব। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালির চোটে পড়েন।

চোটের তালিকায় আছে দক্ষিণ আফ্রিকাও। চোটের কারণে তারা চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy) দলে পায়নি তারকা পেসার আনরিখ নরকিয়াকে। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জেরাল্ড কোয়েৎজে। তিনিও পরে গ্রোইন ইনজুরিতে পড়েন। তাই তাকে নিয়েও শঙ্কা থেকেই যাচ্ছে। তিনি ছাড়াও লিজার্ড উইলিয়ামস ও বিউয়ান হেন্ড্রিকসকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

বাংলাদেশের বিপক্ষের সিরিজে ভাল পারফর্ম করেছিলেন আফগানিস্তানের রহস্যময় স্পিনার আল্লাহ মহম্মদ গজনফার। চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy) আফগানদের ট্রাম্প কার্ড হতে পারতেন তিনি। গত ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে চোট পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যান তিনি। এছাড়া ১৫ জানুয়ারি প্রাথমিক দল ঘোষণার আগেই বাদ পড়েন মুজিব-উর রহমান।

Latest articles

India Coal Production: ভারত এক বছরে ১ বিলিয়ন টনেরও বেশি ‘কালো সোনা’ উত্তোলন করেছে, প্রধানমন্ত্রী বললেন – ‘গর্বের মুহূর্ত’

২০২৪-২৫ অর্থবছরে ভারত এক বিলিয়ন টন কয়লা উৎপাদনের (India Coal Production) রেকর্ড অতিক্রম করেছে।...

Miss World 2025: ভারত টানা দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করবে

মিস ওয়ার্ল্ড (Miss World 2025) প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবারও ভারত মিস ওয়ার্ল্ড...

Hasan Nawaz: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি, বাবর আজমের রেকর্ড ভাঙলেন ২২ বছরের পাক ওপেনার

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড করেছেন ২২ বছর বয়সী পাকিস্তানি তরুণ ওপেনার হাসান নওয়াজ...

Internet Use: ভারতে গড় মাসিক ডেটা ব্যবহার ২৭.৫ জিবিতে পৌঁছেছে, ৫জি ট্র্যাফিক ৩ গুণ বেড়েছে

২০২৪ সালের মধ্যে ভারতে প্রতি ব্যবহারকারীর গড় মাসিক ডেটা (Internet Use) ব্যবহার ২৭.৫ জিবিতে...

More like this

India Coal Production: ভারত এক বছরে ১ বিলিয়ন টনেরও বেশি ‘কালো সোনা’ উত্তোলন করেছে, প্রধানমন্ত্রী বললেন – ‘গর্বের মুহূর্ত’

২০২৪-২৫ অর্থবছরে ভারত এক বিলিয়ন টন কয়লা উৎপাদনের (India Coal Production) রেকর্ড অতিক্রম করেছে।...

Miss World 2025: ভারত টানা দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করবে

মিস ওয়ার্ল্ড (Miss World 2025) প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবারও ভারত মিস ওয়ার্ল্ড...

Hasan Nawaz: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি, বাবর আজমের রেকর্ড ভাঙলেন ২২ বছরের পাক ওপেনার

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড করেছেন ২২ বছর বয়সী পাকিস্তানি তরুণ ওপেনার হাসান নওয়াজ...