লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকা পেট্রাপোলে শুরু হল আমদানি রপ্তানি

 

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ-   লকডাউন এর ফলে দীর্ঘদিন ধরেই সীমান্তে আমদানি রপ্তানি ব্যবসা বন্ধ থাকার পর অবশেষে পণ্য রপ্তানির কাজ শুরু হল ভারতের বৃহত্তম স্থলবন্দর উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল বর্ডার দিয়ে।বৃহস্পতিবার বন্দরের জিরো পয়েন্টে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে পণ্য ওঠানো-নামানোর কাজ হয়। বাংলাদেশী শ্রমিকরা মুখে মাস্ক ও হাতে গ্লভস পরে তারা পণ্য ওঠানো নামানোর কাজ করেন ।এদিন বিকেল পর্যন্ত ভুট্টার বীজ থাকা একটি মাত্র ট্রাকের পণ্য রপ্তানি করা গিয়েছে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের সম্পাদক কাত্তিক চক্রবর্তী বলেন “বাংলাদেশী ক্লিয়ারিং এজেন্ট দের কাছে আমরা আবেদন করেছিলাম জিরো পয়েন্টে ট্রাক গুলি থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু করবার জন্য। সেইমতো আজ কাজ শুরু হয়েছে৷ তবে এটা পরীক্ষামূলকভাবে করা হলো। পরবর্তী সময়ে সমস্যা গুলি আলোচনা করে ফের রপ্তানির কাজ শুরু করা হবে।

সূত্রে জানা গিয়েছে,পেট্রাপোল বন্দর এলাকায় প্রায় ২০০০ পণ্য ভর্তি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। বাণিজ্য বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ী ট্রাকচালক ও পেট্রাপোল বন্দরে কর্মরত শ্রমিকেরা। সম্প্রতি ব্যবসায়ীরা এই পণ্যগুলি রপ্তানির দাবি তুলেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি দিয়ে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা শুরুর দাবি জানিয়েছিলেন তারা। কেন্দ্র সরকারের পক্ষ থেকেও রাজ্য সরকারকে বলা হয়েছে বাণিজ্যের কাজ শুরু করবার জন্য ।

দিনকয়েক আগে রাজ্য সরকারের করোনা মোকাবিলা বিষয়ক উচ্চপদস্থ কমিটির নোডাল অফিসার  সঞ্জয় কুমার থাডে ও উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী পেট্রাপোল বন্দরে এসে বাণিজ্য শুরুর বিষয় নিয়ে শুল্ক দপ্তরের প্রতিনিধি, বিএসএফ, ক্লিয়ারিং এজেন্ট, রপ্তানিকারী সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেন৷  বাণিজ্য শুরু করার বিষয়ে সেখানে জিরো পয়েন্টে পণ্য খালি করার প্রস্তাব উঠেছিল। এদিন বিএসএফ  ও পুলিশের উপস্থিতিতে পণ্য খালি করার কাজ হয়েছে। দীর্ঘদিন পর পণ্য রপ্তানি শুরু হওয়ায় খুশি রপ্তানিকারীরা।

 

Exit mobile version