খড়্গপুরের কাছে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ৩ রেলকর্মী

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: হাওড়া থেকে সেকেন্দরাবাদ গামী বিশেষ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৩ রেলকর্মীর।

দক্ষিণ-পূর্ব রেলের ডুয়া এবং বালিচক স্টেশনের মধ্যে ঘটেছে এ ঘটনা। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা নাগাদ মাঝের লাইন দিয়ে বিশেষ ট্রেনটি খড়্গপুরের দিকে যাচ্ছিল। তখন সেখানে কর্মরত ৪ রেলকর্মীকে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ কর্মীর। বাকি এক জন গুরুতর আহত। আহত ওই কর্মীকে খড়্গপুর রেল হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

রেলের তরফে জানানো হয়েছে, নিহত রেলকর্মীদের নাম বাপি নায়েক, মানিক মণ্ডল এবং নৃপেণ পাল। আহত রেলকর্মীর নাম কিসান বেসরা। মানিকের বাড়ি রাধামোহনপুর, কিসানের বাড়ি কোলাঘাটে। এবং বাকি দু’জনের বাড়ি খড়্গপুরে।

Google news