প্রয়াত গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর

শুক্লা রায়চৌধুরী, কলকাতাঃ   প্রয়াত হলেন অভিনেতা ও গায়ক শক্তি ঠাকুর। তাঁর বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দুঃসংবাদটি জানিয়েছেন।

জানা গিয়েছে, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় শক্তি ঠাকুরের। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়।সোমবার কাক ভোরে শেষকৃত্য সম্পন্ন হয় বর্ষীয়ান অভিনেতা-গায়কের।

উল্লেখ্য, একাধিক বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপশি প্লেব্যাকও করেছিলেন শক্তি ঠাকুর।

উৎপল দত্ত, বিকাশ রায়ের মতো স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তাঁর ছোট মেয়ে মোনালি ঠাকুরও বাংলা ও হিন্দি গানের জগতে পরিচিত মুখ।

Google news