Calcutta high Court: পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ হাইকোর্ট

Kolkata High Court

নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের গ্রেফতারি নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের( Calcutta high court) বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মামলাকারি চারজন বিক্ষোভকারীর আবেদনের ভিত্তিতে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি। বলেন “আইন রক্ষার দায়িত্বে পুলিশ আছে মানেই তারা বেআইনি কাজ করতে পারে না”।

ছাত্র সমাজের নবান্ন অভিযানের আগে ২৬ জুলাই ওই চারজনকে গ্রেফতার করে হাওড়া পুলিশ। সেই নিয়ে পরের দিন হাইকোর্টে তাঁদের একজনের বাবা মামলা করলে পুলিশ ওই চারজনের গ্রেপ্তারের কথা ঘোষণা করে। যদিও সেদিনই বিকেলে বেলুড় থানা থেকে চারজনকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ ছিল নবান্ন অভিযানে গোলমাল পাকাতে পারেন তাঁরা।

মামলাকারীর পক্ষে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ‘যদি তাই হয় তাহলে পুলিশ তাঁদের ছেড়ে দিলো কীসের ভিত্তিতে? নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের কথা বলা হয়েছে অথচ কোনও প্রসেস মানা হয়নি। তাঁরা কেউ দাগি অপরাধী নয়। গ্রেপ্তারের কারণও স্পষ্ট নয়।

রাজ্যের আইনজীবী জানায়, পুলিশের কাছে আগেই খবর ছিল এই চারজন নবান্ন অভিযানে বড় কোনও গোলমাল করে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। তার ভিত্তিতেই আগাম গ্রেফতার করা হয়।

তখনই রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘ কোন সূত্র মারফত পুলিশ এদের বিরুদ্ধে অভিযোগ পেল? কী অভিযোগ পেল? এদের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের ঘটনা যদি থাকে, সেই তথ্য কোথায়? গুরুতর অভিযোগ পাওয়ার পরও পুলিশ ছেড়ে দিল কেন? আর যদি পুলিশের কাছে আসা তথ্য বিশ্বাসযোগ্য না হয় তাহলে তাঁদের গ্রেফতার করে ২৪ ঘণ্টা আটকেই বা রাখা হল কেন? এই ভাবে গ্রেফতার করা যায় না। আর গ্রেফতার করলেও এই ভাবে ছাড়া যায় না। আগামীকাল প্রথম মামলা হিসেবে এর শুনানি হবে বলে স্পষ্ট নির্দেশ বিচারপতি ভরদ্বাজের।

Google news