ফের করোনার থাবা গেরুয়া শিবিরে! আক্রান্ত দিলীপ ঘোষ

শুক্লা রায়চৌধুরী, কলকাতাঃ এর আগে একাধিক বিজেপির নেতাকর্মী আক্রান্ত হয়েছেন করোনায়। সেই তালিকায় কয়েকজন সাংসদদের নামও রয়েছে। দিন দুয়েক আগে করোনা নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপির জাতীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

এই অবস্থায় প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। করোনা ভাইরাসের শিকার হয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে সল্টলেকের একটি বেসরকারি করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে শারীরিকভাবে অসুস্থ ছিলেন খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ। তাঁর শরীরে করোনার নানাবিধ উপসর্গ দেখা গিয়েছিল। জ্বর ছিল, সেই সঙ্গে দোসর হিসেবে ছিল কাশি। যদিও তাঁর ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে দিলীপবাবুর শারীরিক অবস্থা খুব খারাপ হয়নি। করোনা তাঁর শরীরে থাবা বসাতে পারেনি।

যদিও শুক্রবার দেখা গিয়েছে সম্পূর্ণ অন্য ছবি। করোনা পরিজিটভ রিপোর্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। হাসপাতালে ভর্তির সময়ে তাঁর শরীরে জ্বর ছিল। জানা গিয়েছে ১০২ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দিলীপবাবু। তবে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক থাকায় কিছুটা হলেও স্বস্তি গেরুয়া শিবিরে।