ED: সন্দীপ ঘোষের বাড়িতে ইডি হানা

sandeep ghosh

আরজি কর দুর্নীতি মামলায় এবার ময়দানে ইডি(ED)। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় এবার তল্লাশির জন্য শুক্রবার সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গেল ইডির টিম।

সূত্রের খবর সন্দীপ ঘোষের বাড়িতে সকাল ৬ঃ২৫ মিনিটে পৌঁছয় ইডি টিম। এই সময়ে বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইডি আধিকারিকরা বেরিয়ে যান। যদিও বাহিনী মোতায়েন রয়েছে বাড়ির বাইরে। হাওড়ার বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও হানা চালায় ইডি। আরজি কর দুর্নীতি মামলায় বিপ্লব সিং এখন সিবিআই হেফাজতে রযেছেন। আর জি কর আর্থিক তছরূপে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে নাম উঠে আসে হাওড়ার কৌশিক কোলে বিপ্লব সিং এর। তাঁদের বাড়িতেও এদিন ইডির তল্লাশি অভিযান চলে।

জানা গিয়েছে, আর জি করের দুর্নীতির একাধিক নথি রয়েছে সন্দীপের বেলেঘাটার বাড়িতে। সেসবের খোঁজেই এই তল্লাশি সন্দীপের বাড়ির পাশাপাশি শুক্রবার সকালে হাওড়ার বিপ্লব সিংহ, কৌশিক কোলে ও সুভাষগ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও হাজির হয়েছে ইডি। উল্লেখ্য, চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লব সিং। তাঁর ঘনিষ্ঠ কৌশিক। অন্যদিকে চট্টোপাধ্যায় প্রসূন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন। সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি।

Google news