খুঁটি পুজো দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু বরানগর নেতাজী কলোনী লোল্যান্ডে

খুঁটি পূজা বরাহনগরের নেতাজী কলোনি লো ল্যান্ডে।

পল্লব হাজরা, বরাহনগর: হাতে আর কয়েকটা দিন বাকি মা আসছেন মর্ত্যলোকে। সারা বছর বাঙালি অপেক্ষা করে থাকেন পুজোর এই কটি দিনের জন্য। প্রতি বছর কলকাতা সহ জেলা গুলিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেলেও অতিমারি আবহে গতবছর থেকে তাতে ভাটা পরেছে, তবে ভাটা পরেনি মাতৃবন্দনায়। তাই রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজো প্রস্তুতি শুরু করলো ‘বরানগর নেতাজী কলোনী লোল্যান্ড দুর্গোৎসব কমিটি’।

এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ সোনারপুরের বিধায়িকা লাভলী মৈত্র। উপস্থিত ছিলেন দমদম লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায়, প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়, বরাহনগরের বিধায়ক তাপস রায়, কলকাতা পৌরসভার সদস্য অতীন ঘোষ, কোওর্ডিনেটর দিলীপ নারায়ণ বসু, অঞ্জনপাল সহ বিশিষ্ট ব্যক্তিত্ব।
সাংবাদিকদের বিধায়ক তাপস রায় জানান, করোনা আবহে সরকারি নির্দেশ মেনেই মাতৃবন্দনা করা হবে।

Google news