Rajiv Kumar: ফিরেই স্বমহিমায় রাজীব, দিলেন কড়া বার্তা

রাত পোহালেই মহরম। অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন। রাজ্য়জুড়ে শান্তিতে ধর্মীয় উৎসব পালনের বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajiv Kumar)। শান্তি বজায় রাখতে প্রশাসনও কোমর বেঁধে তৈরি বলে জানিয়েছেন সদ্য় দায়িত্ব নেওয়া রাজীব কুমার। মুখ খুললেন গণপিটুনি, কুলতলির সুড়ঙ্গ উদ্ধার নিয়েও।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর শোনা গেল ডিজির গলায়। বললেন, “আমাদের যে স্লোগান ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন।” রাজীব কুমারের বার্তা, “মহরম ও উল্টোরথ-সহ বিভিন্ন উৎসবে সবাই পালন করুন। কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয়, সেটা খেয়াল রাখবেন। পুলিশ, প্রশাসন সবরকমভাবে প্রস্তুতি সেরে রেখেছে।”
সোমবারই রাজ্য পুলিশের ডিজি পদে ফিরেছেন রাজীব কুমার (Rajuv Kumar)। লোকসভা ভোটের সময়ে নির্বাচন কমিশনের নির্দেশে আইপিএস অফিসার রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরাতে বাধ্য হয় রাজ্য সরকার। তবে লোকসভা ভোট মিটলেও রাজ্যের একাধিক আসনে উপ নির্বাচন থাকায় এতদিন ডিজি পদে ফেরানো হয়নি রাজীবকে। ওই দায়িত্ব সামলাচ্ছিলেন সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়।

সম্প্রতি রাজ্যে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। পরিস্থিতির জন্য অনেকে পুলিশি নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছিলেন। এ ব্যাপারে নবান্নের হুঁশিয়ারির পরও কলকাতা-সহ জেলায় জেলায় একাধিক গণপিটুনির ঘটনা সামনে এসেছিল। এদিন পরোক্ষে সেই প্রসঙ্গও টেনে এনেছেন রাজীব। ডিজি বলেন, “কোথাও কোনও সমস্যা হলে পুলিশকে জানান, হাতে আইন তুলে নেবেন না।”একই সঙ্গে রথযাত্রা ও মহরম উপলক্ষ্যে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে ডিজি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার’ এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন। তবে খেয়াল রাখবেন আপনার উৎসবের জন্য যেন অন্যের অসুবিধা না হয়।”

একই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনায় সুড়ঙ্গের খোঁজ পাওয়া প্রসঙ্গে ডিজি বলেন, “আমরা বিষয়টি দেখছি। এটা নিয়ে অযথা কেউ উত্তেজনা ছড়াবেন না।” এদিনের সাংবাদিক বৈঠকে ডিজির সঙ্গে উপস্থিত ছিলেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা। কুলতলির বিষয়ে তিনি বলেন, “এটা একরকম চিটিং মার্কেট। কতবড় বিষয় সেটা এখন‌ই বলা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি।”

Google news