খবর এইসময়, নিউজ ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে দাঁড়িয়ে দু-দুবার বিধায়ক হয়েছেন তিনি।কিন্তু দলের সাংগঠনিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের দায়িত্ব টিম পিকের হাতে তুলে দেওয়া নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে দলের তরফে কোনও সুরাহা তিনি পাননি।ফলে গত দুর্গা পুজার বিজয়া দশমীর এক অনুষ্ঠান থেকে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর তৃণমূলের হয়ে আর নির্বাচনে লড়াই করবেন না।কিন্তু পরে দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ত্যাগ করে অবশেষে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত।