বরানগরে স্বেচ্ছায় রক্তদান শিবির অষ্টাদশী ‘লেকভিউ প্রয়াস ‘ এর

পল্লব হাজরা, বরাহনগরঃ রক্তদান, জীবন দান, রক্ত মানব শরীরের এক গুরুত্বপূর্ণ উপাদান যা কৃত্রিম উপায়ে উৎপন্ন করা সম্ভব নয়। মানুষ মানুষের পাশে থেকে স্বেচ্ছায় রক্তদান হলো একমাত্র উপায়।
করোনার থাবায় যেমন জনজীবন ব্যাহত তার সাথে ব্লাড ব্যাংকে দেখা যাচ্ছে রক্তের আকাল। এর ফলে চিন্তার ভাঁজ পরেছে মুমূর্ষু রোগী সহ তাদের আত্মীয় পরিজনের মধ্যে। তাদের কথা মাথায় রেখে রবিবার বনহুগলি ‘লেকভিউ প্রয়াস’ আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান শিবির।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাহনগরের বিধায়ক তাপস রায়, বরাহনগর পৌরসভার মুখ্য সচেতক অপর্ণা মৌলিক, বরাহনগর পৌরসভার উপমুখ্য সচেতক জয়ন্ত রায়, কো ওর্ডিনেটর অঞ্জন পাল, দিলীপ নারায়ণ বসু, সাগরিকা ব্যানার্জী, সমাজসেবক কমল পন্ডিত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।রক্তদানের সাথে আজ বৃক্ষ তুলে দেওয়া হয় আবাসিকদের হাতে।

‘লেকভিউ প্রয়াস’ এর উদ্যোক্ত মনোজ সাহা জানান বিগত আঠাশ বছর ধরে তারা রক্তদান উৎসব করে এসেছেন। বর্তমান সময়ে রক্তে যে চাহিদা সেই কথা মাথায় রেখে কোভিড বিধি মেনে আজ স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের আয়জন। মোট চুয়াল্লিশ জন রক্তদানকারী এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভবিষ্যতেও মানুষের স্বার্থে তারা এই সামাজিক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যেতে চান।

Google news