22 C
New York
Sunday, December 8, 2024
HomeশিরোনামSushanta Ghosh: কসবায় তৃণমূল কাউন্সিলরকে তাক করে আগ্নেয়াস্ত্র, পাকড়াও দুষ্কৃতী

Sushanta Ghosh: কসবায় তৃণমূল কাউন্সিলরকে তাক করে আগ্নেয়াস্ত্র, পাকড়াও দুষ্কৃতী

Published on

খাস কলকাতায় তৃণমল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি! কসবার (Kasba)শপিং মলের কাছেই থাকেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে সুশান্তের বাড়ির দরজায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর।

কসবায় (Kasba)বাড়ির সামনে ছিলেন সুশান্ত ঘোষ(Sushanta Ghosh)। সেই সময় গুলি করে খুনের চেষ্টা করা হয় তাঁকে। জানা গিয়েছে, দু’বার দু’টি বন্দুক ব্যবহার করে গুলি চালানোর চেষ্টা হয় তাঁকে। জানা গিয়েছে, দু’বার দু’টি বন্দুক ব্যবহার করে গুলি চালানোর চেষ্টা হয়। কিন্তু বন্দুক থেকে গুলি বার না হয়নি। তখন বাইকে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। এক দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয়রা। পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার খবর জানাজানি হতেই ওই তৃণমূল কাউন্সিলর সমর্থকরা পথ অবরোধ করেন।

গোটা ঘটনাটি কাউন্সিলরের (Sushanta Ghosh) বাড়ির সামনে লাগানো সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত গুলি চালানোর চেষ্টা করছেন বুঝেই প্রথমে লাথি চালান সুশান্ত। তাকে ধরতে নিজেই ছুটে যান। সঙ্গে ছিলেন কাউন্সিলরের অনুগামীরা। অভিযুক্তকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর এক অভিযুক্ত পলাতক। স্থানীয়দের হাতে ধরার পরার পর অভিযুক্ত জানিয়েছে, টাকা দিয়ে মারতে বলেছিল। মহম্মদ ইকবাল ফটো দেখিয়েছিল আমায়।  পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা। তৃণমূল কাউন্সিলরকে মারার জন্য তাকে টাকার লোভ দেখানো হয়েছিল। তাকে নিয়ে যাওয়া হয়েছে কসবা থানায়। সেখানে চলছে জেরা। পুলিশ জানার চেষ্টা করছে, কোন গ্যাংয়ের সদস্য এই দুষ্কৃতী, কী কারণে তারা এসেছিল।

এর পিছনে কি রাজনীতির যোগ রয়েছে, দলের কেউ বা বিরোধী দলের? সুশান্ত ঘোষ(Sushanta Ghosh) বলেন,’রাজনীতির যোগ আছে বলে মনে হয় না। কলকাতা পুলিশ দক্ষতার সঙ্গেই কাজ করবে। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত সুশান্ত ঘোষ। তিনি বলেন, “এ বিষয়ে এখনই আমার কিছু বলার নেই। একটা ঘটনা ঘটেছে। পরে সবটা বলছি।” তিনি বলেন, “যে এসেছিল, বাচ্চা ছেলে, পুরো নেশাগ্রস্ত অবস্থায় এসেছিল। যে ধরনের অস্ত্র নিয়ে এসেছে, প্রফেশনাল কেউ এর পিছনে রয়েছে। বড় কেউ রয়েছে।” তবে গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ তিনি পাচ্ছেন না বলেই জানাচ্ছেন।যদিও যে দুষ্কৃতী ধরা পড়েছে, তার বক্তব্য, মকম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। টাকার ছবি দেখানো হয়েছিল তাকে। কিন্তু টাকা হাতে পায়নি সে।

Latest articles

CBI: বাংলায় বিদেশি নাগরিকদের ভুয়ো পরিচয়পত্র! মাল পৌরসভাকে নোটিশ সিবিআইয়ের

সারা দেশ জুড়ে বিদেশি নাগরিকদের ভুয়ো আঁধার কার্ড সহ নানা ভুয়ো নথির সাহায্যে এদেশের...

Firhad Hakim: কমন প্যাসেজে যে কোনও ধরনের নির্মাণ বেআইনি! ভেঙে দেওয়ার নির্দেশ ফিরহাদ হাকিমের

আরও কঠোর হচ্ছে কলকাতা পুরসভা (Firhad Hakim)। কমন প্যাসেজে কোনও নির্মাণ করা যাবে না ...

Howrah: সারপ্রাইজ দেওয়ার নাম করে বেঁধে দেওয়া হল চোখ! যৌনাঙ্গ কেটে দিলেন প্রেমিকা

সারপ্রাইজ বলে প্রেমিককে (Howrah) ডেকে পাঠিয়ে চোখে কাপড় বেঁধে দেয় তরুণী। তারপর প্রেমিকের যৌনাঙ্গ...

Kunal Ghosh: বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার! জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামলেন কুণাল ঘোষ

বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবার রাস্তায় নামলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।...

More like this

CBI: বাংলায় বিদেশি নাগরিকদের ভুয়ো পরিচয়পত্র! মাল পৌরসভাকে নোটিশ সিবিআইয়ের

সারা দেশ জুড়ে বিদেশি নাগরিকদের ভুয়ো আঁধার কার্ড সহ নানা ভুয়ো নথির সাহায্যে এদেশের...

Firhad Hakim: কমন প্যাসেজে যে কোনও ধরনের নির্মাণ বেআইনি! ভেঙে দেওয়ার নির্দেশ ফিরহাদ হাকিমের

আরও কঠোর হচ্ছে কলকাতা পুরসভা (Firhad Hakim)। কমন প্যাসেজে কোনও নির্মাণ করা যাবে না ...

Howrah: সারপ্রাইজ দেওয়ার নাম করে বেঁধে দেওয়া হল চোখ! যৌনাঙ্গ কেটে দিলেন প্রেমিকা

সারপ্রাইজ বলে প্রেমিককে (Howrah) ডেকে পাঠিয়ে চোখে কাপড় বেঁধে দেয় তরুণী। তারপর প্রেমিকের যৌনাঙ্গ...