আজ, শনিবার কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে বেশ কিছু চমক থাকলেও বিরোধীরা একে সাধারণ মানুষের স্বার্থবিরোধী বলেই মনে করছেন (Union Budget) । বিরোধী শিবিরের দাবি, নয়াদিল্লি ও বিহার নির্বাচনকে মাথায় রেখেই এই বাজেট (Union Budget) তৈরি করা হয়েছে, যার ফলে কিছু রাজ্য বিশেষ সুবিধা পেলেও পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্য বঞ্চিতই রয়ে গেছে (Union Budget) ।
বাজেট ঘোষণার পরই নিজের প্রতিক্রিয়া জানিয়ে এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বাজেটের প্রশংসা করে লেখেন, “মোদীনমিক্সকে স্যালুট। আয়কর ছাড়, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ পরিকল্পনা, নারীদের সুরক্ষা ও যুব সমাজের উন্নয়নের দিকেও নজর দিয়েছে কেন্দ্র। এছাড়া শিক্ষাক্ষেত্রেও দ্রুত উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তবে, বাংলার বঞ্চনা নিয়ে শুভেন্দু অধিকারী কোনও মন্তব্য করেননি। রাজ্যের জন্য কোনও বিশেষ বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। এবারের বাজেটে বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত ঘোষণা করা হয়েছে, যা মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবর বলে মনে করছে কেন্দ্র। শুভেন্দু অধিকারীও মনে করেন, এর ফলে সাধারণ চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন। তবে, বিরোধীরা এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
তৃণমূল সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মাসে ১ লাখ টাকা আয় কতজন মানুষের রয়েছে? এতে মধ্যবিত্তের কোনও উপকার হবে না। আসলে এটি মধ্যবিত্তের সঙ্গে প্রতারণা।” বিহার-সহ কয়েকটি রাজ্যে একাধিক প্রকল্পের বরাদ্দ থাকলেও পশ্চিমবঙ্গ যে এবারও কিছুই পেল না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। বিরোধীদের মতে, বাংলা রাজনৈতিক উদ্দেশ্যে বারবার উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। তবে বিজেপি নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, কেন্দ্রের নীতি সব রাজ্যের জন্যই সমানভাবে প্রযোজ্য।
বাজেট নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপর এর প্রভাব কতটা পড়বে, তা সময়ই বলবে।