22 C
New York
Thursday, December 5, 2024
Homeজেলার খবরNabanna Avijan: শুভেন্দুর দাবি নিখোঁজ চার ছাত্র! পাল্টা দিলেন কুণাল

Nabanna Avijan: শুভেন্দুর দাবি নিখোঁজ চার ছাত্র! পাল্টা দিলেন কুণাল

Published on

মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকে নবান্ন অভিযান(Nabanna Avijan) রয়েছে। ওই কর্মসূচিতে রাজনৈতিক পরিচিতিকে সরিয়ে রেখে ‘ব্যক্তিগত’ ভাবে থাকার জন্য আগেই ইচ্ছাপ্রকাশ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগেই মঙ্গলবার সকালে শুভেন্দুর দাবি, চার জন ছাত্রনেতা ‘নিখোঁজ’। সমাজমাধ্যমে ওই চার ছাত্রনেতার নাম উল্লেখ করে বিরোধী দলনেতা লিখেছেন, তাঁরা হাওড়া স্টেশনে আসছিলেন এবং মধ্যরাতের পর আচমকা নিখোঁজ হয়ে গিয়েছেন।

শুভেন্দু জানিয়েছেন, চার আন্দোলনকারীর নাম শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। হাওড়ায় স্বেচ্ছাসেবকদের ফুড প্যাকেট বিতরণের দায়িত্বে ছিলেন চার জন। হঠাৎ করে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। এমনকি ফোনেও তাঁর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না।শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন, যদি চার জন আন্দোলনকারীর কিছু হয়, তাহলে তার দায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের। ওই চার জনকে পুলিশ গ্রেফতার কিংবা আটক করেছে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু।

প্রসঙ্গত, মঙ্গলবার  ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই আন্দোলনের সামনের সারিতে দেখা গিয়েছে প্রবীর দাস, শুভঙ্কর হালদার ও সায়ন লাহিড়িকে। কিন্তু শুভেন্দু অধিকারী যে চার জনের কথা উল্লেখ করেছেন, তাঁরাও এই আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে দাবি। বিরোধী দলনেতা যে আশঙ্কার কথা প্রকাশ করেছেন, সে নিয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে শুভেন্দুর পোস্টের প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “এঁরা আদৌ নিখোঁজ কি না, কেউ নিখোঁজ করালেন কি না, কেউ জানেন না। সকাল থেকে উত্তেজনা ছড়াতে এই সব পোস্ট করা হচ্ছে। যাঁরা অনুমতিহীন আন্দোলন এবং আন্দোলনের নামে অশান্তি তৈরির চেষ্টাকে উৎসাহ দিতে চাইছেন, এর সব দায়িত্ব ওঁদের।”

Latest articles

Delhi Metro: দিল্লি মেট্রোর কেবল চুরি, DMRC ভবিষ্যতের জন্য নিরাপদ নয়, মত যাত্রীদের

দিল্লি মেট্রোর (Delhi Metro) ব্লু লাইনের যাত্রীরা আজ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। আজ সকালে...

French Government Collapse: ফ্রান্সে সরকার পতন, ৬০ বছরে প্রথম এমন ঘটনা, গোটা বিশ্বের নজর ম্যাক্রোঁর দিকে

ফ্রান্সের ৬০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। মিশেল বার্নিয়ার সরকার অনাস্থা ভোটে...

Maharashtra Oath Ceremony: পিএম মোদী, অমিত শাহ, ১০০০ লাডকি বেহেন…, দেবেন্দ্র ফড়ণবিসের শপথ অনুষ্ঠানের অতিথি তালিকা প্রকাশ, কারা থাকবেন জেনে নিন

মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ প্রবীণ বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিসকে নতুন সরকার গঠনের জন্য...

Pushpa 2 Screening Stampede: হায়দরাবাদে ‘পুস্পা টু’ প্রিমিয়ারে পদদলিত হয়ে মৃত মা, আহত ছেলে

বুধবার রাতে হায়দ্রাবাদ আরটিসি ক্রসরোডস-এর সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুনের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র 'পুষ্পা টু'-এর...

More like this

Delhi Metro: দিল্লি মেট্রোর কেবল চুরি, DMRC ভবিষ্যতের জন্য নিরাপদ নয়, মত যাত্রীদের

দিল্লি মেট্রোর (Delhi Metro) ব্লু লাইনের যাত্রীরা আজ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। আজ সকালে...

French Government Collapse: ফ্রান্সে সরকার পতন, ৬০ বছরে প্রথম এমন ঘটনা, গোটা বিশ্বের নজর ম্যাক্রোঁর দিকে

ফ্রান্সের ৬০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। মিশেল বার্নিয়ার সরকার অনাস্থা ভোটে...

Maharashtra Oath Ceremony: পিএম মোদী, অমিত শাহ, ১০০০ লাডকি বেহেন…, দেবেন্দ্র ফড়ণবিসের শপথ অনুষ্ঠানের অতিথি তালিকা প্রকাশ, কারা থাকবেন জেনে নিন

মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ প্রবীণ বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিসকে নতুন সরকার গঠনের জন্য...