Team India: বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরল রোহিত ব্রিগেড, প্রবল উন্মাদনা ভক্তদের

টি২০ বিশ্বকাপের ফয়সলা গত ২৯ জুন হয়ে গেলেও হ্যারিকেন বেরিলের কারণে এতদিন দেশে ফিরতে পারেনি ভারতীয় ক্রিকেট দল (Team India)। প্রকৃতি শান্ত হলে ট্রফি জেতার ১০৫ ঘণ্টা পর দেশের মাটিতে পা রেখেছেন রোহিত, বিরাটরা । বৃহস্পতিবার ভোরে দেশের মাটিতে পৌঁছতেই বিশ্বজয়ী তারকাদের নিয়ে শুরু হয় ভক্তদের উন্মাদনা। তাদের বরণ করে নিতে আছে হরেক আয়োজন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৫ মিনিটে দেশের মাটিতে নামে ভারতীয় দল (Team India)। বিমানবন্দর থেকে একদফা সংবর্ধনা শেষে রোহিতদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর তারা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করতে। এরপর তারা চলে যাবেন মুম্বাইয়ে। সেখানে হবে বিশ্বকাপ বিজয় উৎসব। রোহিতদের জন্য ছাদ খোলা বাস প্রস্তুত রাখা হয়েছে। বিশ্বকাপ ট্রফি নিয়ে তারা সেই বাসে শহর প্রদক্ষিণ করবেন।

হ্যারিকেন বেরিলের কারণে গত রবিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিমানবন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরতে পারেনি ভারতীয় দল। সমস্যা সমাধানে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিশেষ বিমানের ব্যবস্থা করে বিসিসিআই। নিউজার্সির নেয়ার্ক থেকে একটি বিমান চলে যায় বার্বাডোজে। এরপর সেই বিশেষ বিমানে চেপে ১৬ ঘণ্টার যাত্রা শেষে দেশে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছেন রোহিত-কোহলিরা।

২০০৭ সালে টি20 বিশ্বকাপের প্রথম আসরেই ধোনির নেতৃত্বে ট্রফি জিতেছিল ভারত। এর ১৭ বছর পর ফের রোহিত শর্মার হাতে উঠল বিশ্বজয়ী খেতাব। বার্বাডোজে অনুষ্ঠিত গত ২৯ জুনের রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রান হারিয়ে দেয় ভারত। বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটকে বিদায় জানিয়ে দেন রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা।

Exit mobile version