Manipur Violence Video:  ফের উত্তেজনা মণিপুরে, ইম্ফলে একাধিক বাড়িতে আগুন, দেখুন ভিডিয়ো

 

 

ন্যাশনাল ডেস্ক: ফের উত্তেজনা ছড়াল মণিপুরে (Manipur)। এবার মণিপুরের রাজধানী ইম্ফলের বেশ কিছু পরিত্যক্ত বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃৃত্তরা। ইম্ফলের নিউ ল্যাম্বুলেন্স এলাকার বেশ কিছু পরিত্যক্ত বাড়িতে আগুনের জেরে সেগুলি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ফলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং সেনা বাহিনী। যা নিয়ে গোটা এলাকায় ফের নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করে। প্রসঙ্গত গত ৩ মে মণিপুরের মেইতেই সম্প্রদায় এবং আদিবাসী কুকিদের মধ্যে বিবাদ ছড়ায়। যা ক্রমে ভয়ানক আকার নেয়। যার জেরে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে২৩০ জন।

https://twitter.com/ANI/status/1660595099401879553?t=oy8l6R1Tex39ZpZwpUg-YA&s=19

Exit mobile version