Sunday, November 3, 2024
Homeঅফবিটসুপারি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিলেন কৃষ্ণগঞ্জের গৃহবধূ

সুপারি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিলেন কৃষ্ণগঞ্জের গৃহবধূ

Published on

সমীর সাহা,নদিয়াঃ প্রকৃতির কত উপাদান কত তার অপরূপ শোভা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর সেই প্রকৃতির সৃষ্টি  উপাদান যা আকৃতিতে ক্ষুদ্র হলেও সেটা দিয়েও যে সুন্দর কিছু বানানো যায় যা সকলকে আকৃষ্ট করে তোলে।কত সুন্দর রূপ দেওয়া যায় যা সবাইকে মোহিত করে তোলে। এবার তারই প্রমান দিলেন নদীয়া জেলার এক গৃহবধূ।

সুপারি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিলেন কৃষ্ণগঞ্জের গৃহবধূ পাপিয়া কর। প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব উপকরণ দিয়ে দুর্গা প্রতিমা গড়েন তিনি।আর তার মধ্যে দিয়ে নাকি বেঁচে থাকার রসদ খুঁজে পান এই পাপিয়া। এবার সেই প্রতিমা গড়েছেন শুধু মাত্র সুপারি দিয়ে এবং বেশ নজরকাড়া প্রতিমা হয়েছে এবার।

কি থেকে আপনার এমন অনুপ্রেরণা জানতে গেলে তিনি তুলে ধরলেন রবীন্দ্রনাথের একটি  উক্তি, যা সব সময় অনুপ্রাণিত করে পাপিয়াকে—

দেখিতে গিয়েছি পর্বতমালা,দেখিতে গিয়েছি সিন্ধু।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,

একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু।

পাপিয়ার কথা, আমাদের চোখের সামনে প্রকৃতি এতো সুন্দর করে তার উপাদান ছড়িয়ে রেখেছে যা আমরা দেখেও দেখি না। একটি ছোটো সুপারি দিয়েও যে সুন্দর মূর্তির রূপ দেওয়া যায় তেমনি কিছু করার চেষ্টা করেছি। মানুষের কাছে সেই বার্তাই পৌঁছে দিতে এবার তিনি প্রায় দু’কেজি সুপারি দিয়ে তৈরি করেছেন দুর্গা প্রতিমা। চাল চিত্র সহ প্রতিমার উচ্চতা এক ফুট চার ইঞ্চি। দুর্গা মূর্তির উচ্চতা ১০ ইঞ্চি, ৭ ইঞ্চি লক্ষী এবং সরস্বতী। গণেশ,কার্তিক আর অসুর সাড়ে ৪ ইঞ্চি।

পাপিয়া প্রতি বছরই কিছুনা, কিছু নতুনত্ব জিনিষ দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে আসছেন। কখনও মাটি, কখনও ভুট্টা,কখনও পিচ বোর্ড ইত্যাদি সামগ্রী। আর বছর বছর সেই প্রতিমার বিক্রি করে যে অর্থে উপার্জন হয়। তা দিয়ে তিনি কখনও অনাথ পথশিশু, কখনও ইটভাটার শ্রমিক,কখনও মানসিক ভারসাম্যহীন বা আদিবাসী পরিবারের সন্তানদের  নতুন জামা প্যান্ট তাদের হাতে তুলে দিয়ে পুজোর আনন্দে ওদেরকে সামিল করেন।

পাপিযার স্বামী অমরেশ সবজি বিক্রেতা। একমাত্র ছেলে দ্বাদশ শ্রেণীর ছাত্র। পাপিয়া সংসারের কাজকর্ম সবকিছু বজায় রেখে কিছু না কিছু সামাজিক কাজ করেন বছরভর। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের কাজ করছেন।কখনো পিছিয়ে পড়া অবহেলিত পথ শিশুদের নিয়ে স্কুল,কখনও বা দুঃস্থ নিপীড়িত মানুষদের সামর্থ্য অনুযায়ী সাহায্য।

         …………………..Advertisement…………………

এলাকায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু কাজ শিখিয়ে। যাতে ওরা নিজেরা কিছু উপার্জন করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন। সারা বছর কিছু না কিছু সামাজিক কাজ করে যান পাপিয়া। আর এই কাজের স্বীকৃতি হিসাবে নিজের এলাকায় নন বিভিন্ন সংস্থা থেকে সম্মানিত হন তিনি। পাপিয়া জানান করোনার আবহের মধ্যে বড় প্রতিমা নয়। তার তৈরির এই ছোট প্রতিমার বিক্রির অর্থ দিয়ে এবারও চান অসহায় মানুষদের পাশে থাকতে।

Latest News

Death Mystery: নয়ডার কালেকশন এজেন্টের দেহ মিলল গাজিয়াবাদ রেললাইনে, তদন্তে পুলিশ

গাজিয়াবাদের রেলওয়ে ট্রাকের পাশে পাওয়া গেল নয়ডার কালেকশন এজেন্টের মৃতদেহ (Death Mystery) । মৃতের...

Bishnoi Gang: লরেন্স বিষ্ণোইয়ের ভাই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিল আমেরিকা, পদক্ষেপ শুরু মুম্বাই পুলিশের

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ছোট ভাই আনমোল বিষ্ণোই সম্পর্কে (Bishnoi Gang) মার্কিন যুক্তরাষ্ট্র...

Google-Facebook: ভারতের বাজার থেকে মালামাল গুগল-ফেসবুক, এক বছরে কত আয় করল জানেন?

শুধু ভারতে নয়, বিদেশী সংস্থাগুলিও (Google-Facebook) ভারতে প্রচুর অর্থ উপার্জন করছে। ফেসবুকের কথা বললে,...

Jammu & Kashmir Encounter: জম্মু-কাশ্মীরের ৩ জায়গায় সেনা-জঙ্গি সংঘর্ষ, ৪ সন্ত্রাসবাদী নিকেশ, শহীদ এক জওয়ান

শনিবার জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir Encounter) তিনটি জায়গায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের...

More like this

Falakata: পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন! রাগে কাঁপছে ফালাকাটা

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে আলিপুর দুয়ারের ফালাকাটা (Falakata)।...

Woman Harassment: পুজো করতে এসে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার পুরোহিত

কালীপুজোর সময় ফালকাটায় এক শিশুকে ধর্ষণ ও খুনের (Woman Harassment)অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের গণপিটুনিতে মৃত্যু...

Weather Update: কবে দেখা মিলবে শীতের, কী বলছে আবহাওয়া দফতর

হেমন্তের ধূসর বিকেল ইতিমধ্যে জানান দিতে শুরু করেছে, শীত এল বলে (Winter Update)। একদম...