সমীর সাহা, নদিয়াঃ অসুস্থ স্ত্রীর প্রেসক্রিপশন নিয়ে শনিবার চিকিৎসকের কাছে দেখাতে এসে রাস্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার বড় বাজার এলাকায়। মৃতের নাম আনন্দ মোহন মন্ডল (৭০)। মৃতের ভাগ্নে বাবু বিশ্বাস জানায়, ‘মামি সবিতা মন্ডল দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রনায় ভুগছিলেন শনিবার দুপুরে মামি সবিতা মন্ডলের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য নবদ্বীপে এক চিকিৎসকের কাছে গিয়ে ছিলেন মামা। কিছুক্ষণ পরেই বাড়িতে খবর আসে মামা অসুস্থ অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে যান হাসপাতালে।’
Recent Posts