স্বীকৃতির দাবীতে তৈরি হল সংগঠন

খবর এইসময়ঃ মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমকে ক্রমশ পিছনে ফেলে আধুনিক সাংবাদিকতার নয়া দিশারী হয়ে উঠছে ডিজিটাল মাধ্যম। মুঠোফোনের প্রচলনের সঙ্গে সঙ্গেই নির্ভরযোগ্যতা বাড়িয়েছে এই মাধ্যম। যদিও সংবাদের এই মাধ্যমটি আমাদের দেশের সরকারের কাছ থেকে স্বীকৃতি লাভ করেনি। ফলতঃ, ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত বহু সাংবাদিক ও সংবাদ কর্মীকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। অন্যদিকে, এই মিডিয়া সংস্থাগুলিরও কোন ও সংগঠন গড়ে ওঠেনি। তাই এবার পশ্চিমবঙ্গের ডিজিটাল মিডিয়ার সাংবাদিক ও সংবাদকর্মীদের একটি ছাতার তলায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ডিজিটাল মিডিয়া সংগঠন’ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। এদিন ওই সংগঠনের সম্পাদক সাংবাদিক সুব্রত রায় জানান, ” আমরা যারা ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের সকলের স্বীকৃতি এবং আরও বিভিন্ন দাবি নিয়ে সকলকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে লড়াই চালিয়ে যাব।” সংগঠনের সভাপতি সাংবাদিক অরিন্দম রায় চৌধুরির বক্তব্য, “সরকারি স্বীকৃতির দাবি নিয়েই আমরা এই সংগঠন তৈরি করেছি।”

এক নজরে ‘ডিজিটাল মিডিয়া সংগঠন’  এর পূর্ণাঙ্গ তালিকা –

সভাপতি: অরিন্দম রায়চৌধুরী,সহ-সভাপতি: শুভ্রজিৎ দত্ত ও চঞ্চল পাল

সাধারণ সম্পাদক: সুব্রত রায়। সহ-সম্পাদক: সুরজিৎ দত্ত

কোষাধক্ষ্য: মৌসুমী দেওয়ানজী

কার্যকরী সমিতির সদস্য-

১. সুস্মিতা সাহা ২. বিশ্বজিৎ দেওয়ানজী  ৩. পার্থ মুখার্জী

৪. সমিত সিনহা ৫. শুভায়ন বন্দ্যোপাধ্যায় ৬. দেবাশিস সেনগুপ্ত

৭. সুরজ আলি খান  ৮. জ্যোতির্ময় চক্রবর্তী    ৯. জিয়াবুল হক

১০. সুনন্দা বিশ্বাস  ১১. বেবি চক্রবর্তী   ১২. প্রদীপ দাস

১৩. অরুণ কুমার  ১৪. রাজা পাত্র  ১৫. প্রণব কুমার বিশ্বাস

১৬. কৌশিক বণিক  ১৭. অনুপম সিংহ রায়  ১৮. ধৃতাংশু দাঁ

১৯. সৌরিস দে  ২০. শ্যামল রায়  ২১. পীলু ভট্টাচার্য

Exit mobile version