Visva Bharati: বিশ্বভারতী সমস্ত ভবনের পরিক্ষা বয়কট করলো ছাত্র-ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, শান্তিনিকেতন: হোস্টেল খোলা সহ তিন দফা দাবি নিয়ে বিশ্বভারতীর অচলাবস্থার আজ ১২ দিন।। স্নাতক ও স্নাতকোত্তর আজ থেকে শুরু প্রথম সেমিস্টারের পরীক্ষা। তবে পরীক্ষা বয়কট করল ছাত্রছাত্রীরা।

বিশ্বভারতীর কলাভবনের সামনে পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। অন্যদিকে উত্তরশিক্ষা সদন এর বেশকিছু পড়ুয়া এদিন পরীক্ষা দিতে আসলে আন্দোলনকারী পড়ুয়ারা তাঁদের ঢুকতে বাধা দিলে নিরাপত্তা কর্মীদের সাথে ধস্তাধস্তি শুরু হয়।

সেই ঘটনায় বিশ্বভারতীর ১ জন নিরাপত্তা কর্মী আহতও হন। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ পরীক্ষা হওয়ার আগে হোস্টেল খুলতে হবে। কিন্তু হোস্টেল খোলার আগেই পরীক্ষা নিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাই আদালত অবমাননার অভিযোগ তুলছে ছাত্রছাত্রীরা।

Exit mobile version