নিজস্ব প্রতিনিধি – কিন্নর’দের দুই গোষ্ঠীর ঝামেলা। রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ করে কিন্নররা। তাদের অভিযোগ বিষ্ণুপুর খরিবেড়িয়ার পপি কিন্নর গোষ্ঠীর এলাকায় বজবজ এলাকার নূর গোষ্ঠীর কিন্নররা অবৈধভাবে টাকা আদায় করছে প্রতিবাদ করলে মারধর করছে।
দিন কয়েক আগে প্রতিবাদ করলে পপি কিন্নর গোষ্ঠীর একজন কে মারধর করা হয় সে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি। খরিবেড়িয়ার পপি কিন্নর গোষ্ঠীর কিন্নররা রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ জানায়,সরকারের উপর রাগ উগরে দেয়।
তাদের অভিযোগ, কলকাতার বিভিন্ন থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ এখনো পর্যন্ত দোষীদের বিরূদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে। প্রশাসন যদি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এবং তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।।