বঙ্গোপসাগরে দানা বাঁধছে সাইক্লোন (Weather Update) ফেইঞ্জাল। আবহাওয়া দফতরের (Weather Update) তরফে এই পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রায় (Weather Update) পরিবর্তন হতে থাকে। তাপমাত্রা বার বার ওঠানামা করতে থাকে। এছাড়াও দক্ষিণভারতের বিভিন্ন রাজ্যে (Weather Update) সাইক্লোনের প্রভাবে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আবহাওয়া (Weather Update) নিয়ে বড় বার্তা দিল মৌসম ভবন। এই সাইক্লোনের (Weather Update) বড় প্রভাব বাংলাতে পড়তে পারে।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এই নিম্নচাপের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আর নেই। ঘূর্ণিঝড়ের যে সতর্কতা মৌসম ভবনের তরফে দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হয়ে ফেইঞ্জাল তামিলনাড়ু উপকূলে প্রবেশ করবে বলে জানা গিয়েছে। সেই অবস্থায় তামিলনাড়ু সহ দক্ষিণের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে বলে জানানো হয়েছে মৌসম ভবনের তরফে। যার জেরে বাংলায় চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। তাপমাত্রাও বেড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা রোদের দেখা মিলেছে। অন্যদিকে, বাংলায় হঠাৎ করে তাপমাত্রা খানিকটা বেড়ে যাওয়ার পরে অস্বস্তি বেড়েছে। গত দুই দিনে তাপমাত্রা এক ধাক্কায় চার ডিগ্রি বেড়েছে বলে জানা গিয়েছে। বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, আজ শুক্রবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও ঠান্ডার আমেজ কমেছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গপোসাগরে নিম্নচাপের জেরেই তাপমাত্রা বাড়ছে। জলীয় বাষ্প প্রবেশ করার জেরেই তাপমাত্রা বাড়ছে। তবে এই পরিস্থিতি সাময়িক। নিম্নচাপের প্রভাব কমার সঙ্গে সঙ্গে রাজ্যে শীতের আমেজ বাড়বে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ডিসেম্বরের মাঝামাঝি থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।