Arun Roy: বছরের শুরুতেই শোকের ছায়া বিনোদন জগতে! না ফেরার দেশে পরিচালক অরুণ রায়

বছরের শুরুতেই বিনোদন জগতে শোকের ছায়া। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর মৃত্যুর কাছে হেরে যান পরিচালক অরুণ রায় (Arun Roy)। কিছুদিন আগেই তিনি (Arun Roy)ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর (Arun Roy ) চিকিৎসা চলছিল। সমস্ত চেষ্টা ব্যর্থ করে ২ জানুয়ারি না ফেরার দেশে চলে গেলেন পরিচালক অরুণ রায় (Arun Roy)।

গত বছর দ্বিতীয় কেমো নেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, তিনি সেভাবে অসুস্থ বোধ করছেন দ্বিতীয় কেমো নেওয়ার পর। তবে গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তিনি কোমায় চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ভেন্টিলেশনে তাঁকে রাখা হয়েছিল। তিনি এক বছরের বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন।

পরিচালকের অসুস্থতার খবর পেতেই শনিবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেব।  অভিনেতা জীতু কমল, অভিনেত্রী সৃজা দত্তও গিয়েছিলেন হাসপাতালে পরিচালককে দেখতে গিয়েছিলেন। কেমো যখন চলছিল, তাঁর শারীরিক অবস্থা ঠিক ছিল বলেই পরিচালক জানিয়েছেন। সেই সময় সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “কেমো নেওয়ার পর যে সব বমি ভাব হয়। সে সব হয়নি কিছুই। আমি যে অসুস্থ তা কিন্তু মোটেও মনে হচ্ছে না।” এর পরেই খানিক রসিকতা করেই তিনি বলেছিলেন, “আমার কাজ ছবি তৈরি করা। আমি যদি নিজের অসুখ নিয়ে চিন্তা করে যাই তবে চিকিৎসকরা কী করবেন। তাঁরা আছেন চিন্তা করার জন্য। তাই ওটা ওঁদের উপরেই ছেড়ে দিয়েছি।” তখন কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলছে তাঁর। তা নিয়েই তিনি হাজির হয়েছিলেন তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’-এর টিজার লঞ্চে। গত বছর পুজোতেই মুক্তি পায় দেব অভিনীত ছবিটি।”

অরুণ রায়ের মৃত্যুর পর একের পর এক পোস্ট করেন কিঞ্জল নন্দা। এদিন তিনি লেখেন, লেখেন, “হীরালালের মতোই… আমার হীরালাল… ভাল থেকো।” তিনিই সোশ্যাল মিডিয়ায় জানান, এদিন প্রয়াত পরিচালককে ১টায় পরিদেবপুর বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে ১.৩০ মিনিটে টেকনিশিয়ান স্টুডিয়োতে নিয়ে যাওয়া হবে। সেখানেই কিছুক্ষণ রাখা থাকবে মরদেহ।

Exit mobile version