নৈহাটিতে রমরমিয়ে চলা মধুচক্রের খোঁজ ! ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক করল পুলিশ

সৌভিক সরকার, নৈহাটিঃ  উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন নৈহাটির রাজেন্দ্রপুরের একটি বাড়ি থেকে রমরমিয়ে মধুচক্র চালানোর অভিযোগে মোট ২১ জনকে আটক করেছে নৈহাটি থানার পুলিশ।  আটক করা হয়েছে চক্রের ২ মহিলা পান্ডাকেও।

বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় নৈহাটি থানার পুলিশ। হানা দিয়ে ওই বাড়ি থেকে মধুচক্র চালানোর অভিযোগে দুইজন নাবালিকা সহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় নৈহাটি থানার বিশেষ দল রাজেন্দ্রপুরের একটি বাড়িতে হানা দেয়, সেখান থেকে ওই মহিলাদের আটক করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ওই মহিলাদের বিভিন্ন বার, রেস্তোরায় যৌনকর্মের জন্য আনা হতো বলে জানা গিয়েছে।

 বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কল্যাণী এক্সপ্রেসওয়ের একাধিক হোটেলে মধুচক্র চলছে এ বিষয়ে প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? এই প্রশ্নের জবাবে পুলিশ এ বিষয়ে যথেষ্ট সক্রিয়, কিছুদিন আগে ভাটপাড়া এবং নিউ ব্যারাকপুর থানার এলাকা থেকে মধুচক্রের খোঁজ পেয়ে সেখানে হানা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ডিসি নর্থ  শ্রী হরি পান্ডে।

বুধবার রাতে অভিযুক্তদের আটক করে ব্যারাকপুর কমিশনারেটের মহিলা থানার তত্ত্বাবধানে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। তবে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।

Exit mobile version