Bus accident: উল্টে গেল পুরুলিয়াগামী বাসী! গুরুতর আহত পর্যটকরা

প্রবল ঠান্ডা পরেছে। তার সঙ্গে ঘন কুয়াশা (Bus accident)। পারদ পতনের লড়াইয়ে দার্জিলিংয়ের সঙ্গে পুরুলিয়ার (Bus accident) জোর লড়াই চলছে।  রবিবারই পুরুলিয়ার তাপমাত্রা ৫.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় (Bus accident)। স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি কম (Bus accident)। অন্যদিকে, শীতকাল থেকেই পুরুলিয়াতে পর্যটক আসতে শুরু করেছে। চলে বসন্তের শেষ পর্যন্ত। কিন্তু প্রবল কুয়াশার জেরে ঘটে গেল বড় দুর্ঘটনা (Bus accident)। উল্টে গেল পুরুলিয়াগামী পর্যটক বোঝায় বাস। বাঁকুড়ার ওন্দায় দুর্ঘটনা ঘটেছে (Bus accident)।

এই দুর্ঘটনায় সাত জন আহত হয়েছেন। আহতদের ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  বরানগর থেকে একটি ট্রাভেলার গাড়িতে চড়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন মোট ২৬ জন পর্যটক। বিষ্ণুপুর হয়ে বাসটি যখন ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল, তখন দুর্ঘটনা ঘটে। ওন্দা থানার ভেদুয়াশোল মোড়ের কাছে আচমকাই একটি ট্রাকে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসটি। খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়  ওন্দা থানার পুলিশ। প্রথমে উল্টে যাওয়া বাস থেকে পর্যটকদের উদ্ধার করা হয়। তারপরেই দ্রুত আহতদের ওন্দার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পর্যটক বোঝায় ট্রাভেলারের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ। সাত জন পর্যটক আহত হয়েছেন। তার মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা অভিযোগ করেছেন, চালক খুব জোড়ে গাড়ি চালাচ্ছিলেন। বার বার বলার পরেও চালক কারও কথা শোনেনি। তারপরেই গাড়ি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর দুর্ঘটনা ঘটে। তবে ঘটনায় চালককে পুলিশ গ্রেফতার করেছে কি না, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

Exit mobile version