Tribal Woman: নৈশরক্ষী ঘটাল এক ভয়ঙ্কর কান্ড! লজ্জায় মুখ ঢাকল আদিবাসী মহিলা

আদিবাসী হোস্টেলের এক কেয়ারটেকার মহিলাকে (Tribal Woman) হোস্টেলের ভেতরেই শ্লীলতাহানির অভিযোগ উঠল নৈশরক্ষীর…..অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা…

আদিবাসী হোস্টেলের এক কেয়ারটেকার মহিলাকে হোস্টেলের ভেতরেই শ্লীলতাহানির অভিযোগ উঠল নৈশরক্ষীর বিরুদ্ধে। অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত নৈশরক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বাঁকুড়ার খাঁতড়া আদিবাসী কলেজের এই ঘটনা জানাজানি হতেই অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে সকাল থেকে কলেজের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আদিবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার খাতড়া আদিবাসী কলেজের গার্লস হোস্টেলে দীর্ঘদিন ধরে কেয়ারটেকার হিসাবে কাজ করে আসছেন এক আদিবাসী মহিলা(Tribal Woman)। শনিবার দুপুরে ওই মহিলা হস্টেলের বাথরুম থেকে স্নান করে বেরোনোর সময় হোস্টেলেরই এক নৈশরক্ষী ফের তাঁকে বাথরুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
নিগৃহীতা খাতড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আজ অভিযুক্তকে খাতড়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ। এদিকে অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে সকাল থেকে বাঁকুড়া রানিবাঁধ রাজ্য সড়কের উপর রাজাপাড়া মোড়ের কাছে পথ অবরোধ করেন স্থানীয় আদিবাসীরা। অভিযুক্তর শাস্তি না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা।

Exit mobile version