Bomb Blast: বল ভেবে খেলতে গিয়ে বোমায় জখম দুই শিশু

নিজস্ব প্রতিনিধি, উস্তি : বাড়ির উঠোনে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। ঘটনাটি দক্ষিণ ২৪পরগনার উস্তি থানার কেয়াকনা এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে । স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর দুই শিশুকেই ছেড়ে দেয়া হয়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার বাড়ির কাছ থেকে বল ভেবে একটি তাজা বোমা নিয়ে আসে এক শিশু। এরপর  ওই বোমাটিকে বল ভেবে বাড়ির উঠোনের সামনে দুই শিশু খেলতে শুরু করে। হঠাৎই বোমাটি ফেটে যায়। বোমার আঘাতে গুরুতর জখম হয় দুই শিশু। বিকট শব্দে বাড়ি থেকে ছুটে আসে তাদের বাবা-মা ও স্থানীয়রা।

তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিশু দুটিকে চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। দুজন শিশুর মধ্যে একজনের আঘাত গুরুতর।বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘতনাস্থলে আসে উস্তি থানার পুলিশ। কে বা কারা কী ভাবে এখানে তাজা বোমা রেখে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।

Exit mobile version