Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়ি হামলার ছক! গ্রেফতার তিন

আর জি কর কাণ্ডের প্রতিবাদে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) বাড়ি ভাঙচুরের ছক! পুলিশের জালে তিন। ধৃতদের মধ্যে রয়েছেন এক যুবক, তাঁর প্রেমিকা ও প্রেমিকার মা। আটক করা হয়েছে স্বাগত বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ দে নামে দুই যুবককে। ওই গ্রুপের বাকি সদস্যদের খোঁজ করছে পুলিশ।

আর জি কর কাণ্ডে উত্তাল বাংলা। সকলেই নিজের মতো করে বিচারের দাবিতে সরব হয়েছেন সকলে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে। সেখানে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এরকমই এক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক। গ্রুপের নাম‘উই ওয়ান্ট জাস্টিস’। অভিযোগ, ওই গ্রুপেই একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়েছিল। যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক করা হয়। ওই অডিও ক্লিপটি পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। এর পরই শুভম সেনশর্মা অর্থাৎ যে যুবক অডিওটি গ্রুপে পোস্ট করেছিল তাঁর খোঁজ শুরু করে পুলিশ।

গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাঁকে জেরা করে অরিজিৎ দে ও স্বাগত বন্দ্যোপাধ্যায় নামে আরও দু’জনকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। পাশাপাশি বর্ষা ঘোষ ও কৃষ্ণা ঘোষ নামে আরও দুই মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই বর্ষা আবার শুভমের বান্ধবীর। একই সঙ্গে প্রবীর দাস নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক প্রতিনিধিকেও গ্রেফতার করে পুলিশ। নবান্ন অভিযানের দিন অশান্তি ছড়ানোর অভিযোগে বেহালা থেকে গ্রেফতার হয়েছে তাঁকে। ইতিমধ্যেই বারো খানা মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Exit mobile version