হিমবাহ ভেঙে ধসের কবলে উত্তরাখণ্ড, ভেসে গেল বিদ্যুৎ প্রকল্প, নিখোঁজ বহু

নিউজ ডেস্ক: হিমবাহ ভেঙে আজ দুপুরে ভয়ঙ্কর ধসের কবলে পড়ল উত্তরাখণ্ডের চামোলি। মেঘভাঙা বৃষ্টি ও জলের তোড়ে প্রভূত ক্ষতিগ্রস্ত তপোবন এলাকার ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প। ধৌলিগঙ্গা নদীর পাশে অবস্থিত বহু বাড়ি ভেঙে পড়েছে। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের কর্মী-আধিকারিকরা উদ্ধারকাজে হাজির হয়েছেন। যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

 

এ পর্যন্ত বহু মানুষ নিখোঁজ। সংবাসংস্থা এএনআই অনুযায়ী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, ‘অলকানন্দার পাশ থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভাগীরথীর প্রবাহ আটকানো হয়েছে। অলকানন্দার জল যাতে উপচে না পড়ে, সে জন্য শ্রীনগর ও ঋষিকেশের বাঁধ খালি করা হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক করা হয়েছে।’ তিনি এলাকায় যাচ্ছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
উত্তরপ্রদেশ সরকারও সব জেলাশাসককে সতর্ক করেছে। আগামী ২৪ ঘণ্টা গঙ্গার জলস্তরে নজর রাখতে বলা হয়েছে। নদীর আশপাশের এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রয়োজনে ওই সব এলাকা খালি করা হবে।

Exit mobile version