Virat Kohli’s Current Form: ফাইনালেই কোহলি রানে ফিরবেন, আশা রোহিত-দ্রাবিড়ের

গত টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। গায়ানায় গতকাল রাতে সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে রোহিতের দল। দুরন্ত ফর্মে আছেন ভারত অধিনায়ক। ঋষভ, সূর্যকুমার, পান্ডিয়া দলের অন্যান্য ব্যাটসম্যানরা মোটামুটি ছন্দেই আছেন। ধারাবাহিকভাবে রানও আসছে তাদের ব্যাটে। দলের বোলাররা তো তাদের দায়িত্ব নিখুঁতভাবে পালন করছেন। কিন্তু, বিরাট কোহলিকে (Virat Kohli’s Current Form) নিয়ে টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা যেন কাটছেই না। রানের খরায় ভুগছেন বিরাট। যে কারণে ফাইনালে ওঠার আগপর্যন্ত ওপেনিং জুটিতে একবারও ভালো শুরু পায়নি ভারত। ফাইনালে তো এটা দুশ্চিন্তার কারণ হতেই পারে।

কিন্তু রোহিত সম্ভবত ব্যাপারটি নিয়ে ভাবছেন না কিংবা ভাবনা থাকলেও সেটা মুখ ফুটে বলেননি। কারণ, ব্যাটসম্যানটির নাম কোহলি। ভারত জাতীয় দলে ১৬ বছর ধরে তাঁকে দেখছেন। কোহলি ব্যাটসম্যান হিসেবে কত উঁচুমানের সেটা সবারই জানা। আর বাজে সময় কার না যায়! এত দিন খেলার অভিজ্ঞতায় রোহিত মনে করেন, কোহলি যেহেতু দেড় দশকের বেশি সময় ধরে খেলছেন, তাই ফর্ম নিয়ে ভাবনার কিছু নেই। তাহলে কি ফাইনালেই…? হ্যাঁ, ভারত ফাইনালে ওঠার পর দলের বেশির ভাগ সমর্থকের মনের আশার সঙ্গে রোহিতও সুর মিলিয়েছেন। কোহলি সম্ভবত ফাইনালকেই রানে ফেরার উপলক্ষ বানাবেন!

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলির রান না পাওয়া প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমরা তার ক্লাস (মান) বুঝি। ১৫ বছর ধরে খেললে ফর্ম কোনো সমস্যাই নয়। সম্ভবত ফাইনালের জন্য জমিয়ে রেখেছে।’

তেমন কিছু হলে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে সাবধান হতেই হবে। বড় মঞ্চে অতীতেও জ্বলে উঠেছে কোহলির ব্যাট। তবে দক্ষিণ আফ্রিকার বোলাররা সম্ভবত কোহলির এখনকার পরিসংখ্যানে তাকিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। এবার টি২০ বিশ্বকাপে ৭ ইনিংসে ব্যাট করে ১০.৭১ গড়ে মাত্র ৭৫ রান করেছেন কোহলি। স্ট্রাইক রেট ১০০। যা তাঁর নামের সঙ্গে একদমই বেমানান।

 

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ৯ বলে ৯ রান করে রিস টপলির বলে বোল্ড হন কোহলি। টি২০ শেষ ৯ ইনিংসে তাঁর ফিফটি নেই। সর্বোচ্চ ৩৭ রান করেছেন সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে। তিন সংস্করণ মিলিয়েও শেষ ১১ ইনিংসের মধ্যে ফিফটি নেই কোহলির। গতকাল আউট হয়ে ফেরার পর ড্রেসিংরুমে তাঁকে সান্ত্বনা দিয়েছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। জয়ের পর কোহলির পক্ষেই ব্যাট ধরেছেন ভারতের এই কোচ।

দ্রাবিড়ও মনে করেন, ফাইনালেই রানে ফিরবেন কোহলি, ‘বিরাটকে আপনারা জানেন। একটু ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেললে সব সময় সফল হওয়া যায় না। আজও (গতকাল ম্যাচে) যেমন, সে একটি ছক্কা মারার পর ভাবলাম ম্যাচের গতিপ্রকৃতি হয়তো ঠিক করে দেবে। কিন্তু তার দুর্ভাগ্য (আউট হওয়ার ডেলিভারি) বলটি একটু সিমের ওপর মুভমেন্ট করেছে। তবে ইনটেন্ট ভালো লেগেছে।’ দ্রাবিড় এরপর ফাইনালে কোহলির রানে ফেরার সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘এমন কিছু বলতে চাই না, যাতে হিতে বিপরীত হয়; তবে আমার মনে হয় বড় কিছুই আসছে। তার আচরণ ভালো লাগে এবং মাঠে যেভাবে নিজেকে নিংড়ে দেয়—আমার মনে হয় তার এটা (রানে ফেরা) প্রাপ্য।’

Exit mobile version