বড়দিনে শীতের প্রকোপ সেভাবে না পড়লেও বছরের শেষ দিনে শীতের কামড় ছিল চোখে পড়ার মতো (Weather Update)। যখন বাংলা জুড়ে বর্ষবরণের অনুষ্ঠান চলছে, তখন থেকেই উত্তুরে হাওয়া (Weather Update) জানান দিতে শুরু করেছিল, এবারে স্বমহিমায় শীত (Weather Update) রাজ্যে আসতে চলেছে। বুধবার ভোর থেকেই রাজ্য জুড়ে জাঁকিয়ে ঠান্ডা (Weather Update) পড়েছে। উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে (Weather Update)। বছরের প্রথম দিন ঠান্ডায় (Weather Update) জমিয়ে উপভোগ করছে রাজ্যবাসী তা আর বলার অপেক্ষা রাখে না। কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলোর পারদ পতন হতে শুরু করেছে। পার্বত্য এলাকার পাশাপাশি পশ্চিমের জেলাগুলোতে হু হু করে তাপমাত্রা নামতে শুরু করেছে।
কলকাতায় ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা৷ কলকাতায় যখন এক ধাক্কায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস পারদ পতন তখন জেলায় আরও খানিকটা তাপমাত্রার পতন৷পশ্চিমের জেলায় দশ ডিগ্রি সেলসিয়াস নিচে পারদ। উত্তরবঙ্গে ঘন কুয়াশায় বর্ষবরণ। বিক্ষিপ্তভাবে দৃশ্যমানতা কমবে ২০০ মিটারের নিচে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি।পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। কলকাতায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত এইরকম তাপমাত্রা। শনিবার উইকএন্ডে ফের বাড়বে উষ্ণতা।
এক ধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে গেল। দিন ও রাতের তাপমাত্রা দুটোই নেমে যাওয়ার জমিয়ে শীতের আমেজ বর্ষবরণে। সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা। বেলায় পরিষ্কার আকাশ।সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস কম।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
এদিকে, পুরুলিয়ার তাপমাত্রা নেমে হল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা উত্তরের জেলার থেকেও কম। কালিম্পঙের তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে কালিম্পঙের থেকেও বেশি ঠাণ্ডা পুরুলিয়ায়। ৯.৫ ডিগ্রিতে নেমেছে ঝাড়গ্রামের পারদ। বাঁকুড়ার তাপমাত্রা ১০.৯ ডিগ্রি ও শ্রীনিকেতনের তাপমাত্রা ১১ ডিগ্রি।