ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিস কি ? নিয়ন্ত্রণে রাখতে কি করতে হবে ?

মদনমোহন সামন্ত, কলকাতাঃ কোভিড-19 সংক্রমণ থেকে সেরে ওঠা মানুষদের মধ্যে ছড়াচ্ছে ব্ল্যাক ফাংগাস, যাকে মিউকরমাইকোসিস বলা হয়ে থাকে। এটির সংক্রমণ শুরু হয় নাক থেকে। ক্রমশ চোখে পৌঁছয়।
এর জন্য মূলত দায়ী করা হয়েছে ব্যবহৃত মাস্কের আর্দ্রতাকে। নাক মুখ ঢেকে বহু সময় ধরে মাস্ক পরে থাকলে শ্বাসপ্রশ্বাস চলাকালীন ফুসফুস থেকে বেরিয়ে আসা ক্ষতিকর রাসায়নিক ও গ্যাসের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে শরীরের জলকণাও। আর তাতেই ভেজাভাব হয়ে থাকে মাস্কের ভিতরের দিকটা। সেই সঙ্গে মাস্কে লেগে থাকা ধুলোবালি ও ময়লাতে আক্রমণ হয় এই ছত্রাকের।
এর হাত থেকে নিস্তার পাওয়ার উপায় হল, মাস্ক যথা সম্ভব শুকনো রাখা। সেই সঙ্গে অপরিষ্কার মাস্ক ব্যবহার না করা। যে সব মাস্ক পুনর্ব্যবহারযোগ্য, সেগুলিকে পরিষ্কার করে ধুয়ে জীবাণুনাশক ব্যবহার করে শুকিয়ে নেওয়া। শুকানোর সময় কড়া রোদে শুকিয়ে নিতে পারলে ভাল হয়। মাস্কের ভিতরের দিকে যেন কোনও ভাবেই ছোঁওয়া না লাগে তা নিশ্চিত করা দরকার। ভেজা মাস্ক ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ব্যক্তিগত পরিচ্ছনতার দিকে নজর দিতে হবে। নিয়ন্ত্রণে রাখতে হবে সুগার লেভেল।

Exit mobile version