উত্তরবঙ্গের ডুয়ার্সে (Dooars) বুনো হাতির হানায় চরম আতঙ্ক ছড়াল। বুধবার সকালে মাটিয়ালি ব্লকের (Dooars) মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন একটি বেসরকারি রিসর্টের গেট ভেঙে ঢোকার চেষ্টা করে এক বিশাল হাতি। মুহূর্তেই আতঙ্কে ছুটোছুটি শুরু করেন পর্যটকরা, (Dooars) কেউ কেউ প্রাণ বাঁচাতে রিসর্টের (Dooars) ভেতরে আশ্রয় নেন।
সূত্রের খবর, সকালেই ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন পর্যটক। রিসর্টের গেটে পৌঁছতেই দেখতে পান এক বিশাল হাতি তাদের দিকে এগিয়ে আসছে। আতঙ্কে তাঁরা দৌড়ে আবার রিসর্টের ভেতরে ঢুকে পড়েন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, হাতিটি প্রবল শক্তিতে গেট ভেঙে রিসর্টে ঢোকার চেষ্টা করে, সেই সময় প্রবল আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। চিৎকার-চেঁচামেচিতে রিসর্টজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
তবে শেষ পর্যন্ত রিসর্টে প্রবেশ না করে হাতিটি পাশের লোকালয়ে চলে যায়। পর্যটকরা প্রাণে রক্ষা পেলেও, রিসর্টের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরে হাতিটি পানঝোড়া জঙ্গলে ফিরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবাড়ি বস্তি এলাকায় প্রায়ই হাতির আনাগোনা দেখা যায়, তবে রিসর্টের গেট ভেঙে ঢোকার এমন ঘটনা আগে ঘটেনি। এই ঘটনায় রিসর্টকর্মীরাও আতঙ্কিত। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রিসর্টে একদল পর্যটক বিবাহবার্ষিকীর অনুষ্ঠান শেষে সকালে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে এই ঘটনা। রিসর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এলাকাটিতে হাতির উপদ্রব বাড়ছে, তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বনদফতরের তৎপরতা জরুরি।
অন্যদিকে, ডুয়ার্সে হাতির হানার সঙ্গে লেপার্ডের হানা বেড়ে গিয়েছে। কিছু দিন আগে ডুয়ার্সের এক চা বাগানে লেপার্ড হানা দেয়। আতঙ্কে চা বাগানের কর্মীরা ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছিলেন। গৃহপালিত পশুদের ওপর লেপার্ড হামলা করে। পরে বনদফতর ঘুমের গুলি করে লেপার্ডটিকে উদ্ধার করে। এবার নতুন করে ডুয়ার্সে হাতির হানায় সাধারণ মানুষ থেকে পর্যটকদের আতঙ্কের পারদ বেড়েছে।