নিজস্ব প্রতিনিধি, বারাসতঃ দীর্ঘদিন ধরেই দেওয়া হচ্ছিল সহবাসের প্রস্তাব। রীতিমতো চাপ দেওয়া হচ্ছিল সঙ্গমের জন্য। অবশেষে শ্লীলতাহানির শিকার হতে হল ওই মহিলাকে। আর অভিযুক্ত ব্যক্তি সেই প্ররোচক।
দীর্ঘদিন ধরে গৃহবধূকে শ্রীলতাহানি করে তাঁকে সহবাসে লিপ্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিল বেসরকারী হাসপাতালের ওয়ার্ড বয়। ইতিমধ্যে ওই ওয়ার্ডবয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় তাকে সেই বেসরকারি নার্সিং হোম থেকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে সুজয় চক্রবর্তী তাকে শারীরিকভাবে নিগ্রহ করে আসছে। এ বিষয়ে কাউকে বললে তাকে বড়োসড়ো ক্ষতি করবে বলে হুমকি দেয়। অবশেষে অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় বেসরকারি হাসপাতালে পরিচ্ছন্ন বিভাগের ওই কর্মী নার্সিংহোম কর্তৃপক্ষকে লিখিত আকারে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে নার্সিংহোম থেকে তাকে বরখাস্ত করা হয়।