আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সর্বশেষ টি২০ আন্তর্জাতিকের র্যাঙ্কিং (ICC Rankings) প্রকাশ করেছে। এতে টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার র্যাঙ্কিংয়ে পতন ঘটল। তবে সূর্যকুমার যাদব ও যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটসম্যানরা ধারাবাহিক ছিলেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে (ICC Rankings) বড় পরিবর্তন এসেছে। লিয়াম লিভিংস্টোন ইংল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড়। অন্যদিকে পান্ডিয়া এক নম্বর স্থান পিছিয়ে গিয়েছেন। নবম স্থানে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। টি২০ সেরা ১০ বোলারের তালিকায় কোনও ভারতীয় নেই।
ভারতীয় দলের হয়ে বেশ কয়েকবার দুর্দান্ত খেলেছেন হার্দিক পান্ডিয়া। তবে, তারা বর্তমান টি২০ র্যাঙ্কিংয়ে (ICC Rankings) এক ধাপ পিছিয়ে গেছেন। ষষ্ঠ স্থানে ছিলেন হার্দিক। কিন্তু এখন তারা সপ্তম স্থানে রয়েছে। অল-রাউন্ডারদের টি20আই র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা একমাত্র ভারতীয় হলেন হার্দিক। শীর্ষে রয়েছে ইংল্যান্ডের লিভিংস্টোন। সাত ধাপ উপরে উঠে এসেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কাস স্টোইনিস। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
England and Australia stars receive a massive boost in the latest ICC Men’s T20I Player Rankings 💥
More ➡️ https://t.co/DagmLiEpUf pic.twitter.com/2DBWGmBsvc
— ICC (@ICC) September 18, 2024
যশস্বী-সূর্যের স্থান বদলায়নি
সূর্যকুমার যাদব বর্তমানে টি২০আই ক্রিকেটে দুই নম্বর ব্যাটসম্যান। শীর্ষে রয়েছেন ট্র্যাভিস হেড। টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল রয়েছেন চার নম্বরে। তাদের অবস্থানের (ICC Rankings) কোনও পরিবর্তন হয়নি। তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ফিলিপ সল্ট। রুতুরাজ গাইকোয়াড় এই তালিকায় নবম স্থানে রয়েছেন। তার অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। বাবর আজম ও মহম্মদ রিজওয়ান যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন।
আইসিসি টি২০আই বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনও ভারতীয় নেই। তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান।