Voter card: বাংলাদেশি জঙ্গিদের হাতে ভারতের বৈধ ভোটার কার্ড, ভোটার তালিকা সংশোধনে বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের

বাংলাদেশি জঙ্গিদের কাছ থেকে ভারতের বৈধ ভোটার কার্ড (Voter Card) পাওয়া যাচ্ছে। এই ঘটনা যথেষ্ঠ চিন্তায় ফেলেছে গোয়েন্দাদের (Voter Card) । আনসারুল্লা বাংলা টিমের সদস্য শাদ রাডি ওরফে শাব শেখের হরিহরপাড়া এবং কান্দি দুই বিধানসভায় ভোটার কার্ড (Voter Card) ছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উদ্বেগ মাথা চাড়া দিয়েছে (Voter Card)। এই খবর প্রকাশ্যে আসতেই মুর্শিদাবাদের জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Voter Card)।

এই ধরনের কোনও ঘটনা প্রকাশ্যে এলেই বিষয়টি নিয়ে জানতে চাওয়া হচ্ছে সংশ্লিষ্ট জেলা গুলো থেকে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে জানতে চাইছে। তবে শাদ রাডি ওরফে শাব শেখের বিষয়ে কোনও নির্দেশ বিদেশ মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে আসেনি। সম্প্রতি রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি জঙ্গি গ্রেফতার খবর আসতে শুরু করেছে। তার পাশাপাশি পাসপোর্ট সব দেশের একাধিক পরিচয়পত্রের ভুয়ো নথি প্রকাশ্যে আসছে। বাংলাদেশি জঙ্গিদের কাছ থেকে যে ভুয়ো নথি উদ্ধার করা হয়েছে, তা সব পশ্চিমবঙ্গ থেকে তৈরি বলে কেন্দ্রীয় গোয়েন্দারা একটি রিপোর্টে দাবি করেছে।

বর্তমানে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকা নিয়ে কমিশনের গাইড লাইনকে আরও সুনির্দিষ্ট ভাবে মান্যতা দেওয়ার জন্য জেলাগুলিকে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, ভোটার তালিকায় নাম তুলতে চাওয়া কোনও ব্যক্তির ওপর নূন্যতম সন্দেহ হলে যেন বার বার খোঁজ খবর নেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে একাধিক নির্দেশ নির্বাচন কমিশনের কাছ থেকে তাঁদের কাছে এসেছে। তবে এ কথাও বলছেন, কমিশনের বিভিন্ন আধিকারিকরা ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রয়োজনীয় নথি (যদি তা ভুয়োও হয়, তা-ও সব সময় দেখে বোঝার উপায় থাকে না) দিলে তালিকায় নাম উঠে যায় সংশ্লিষ্ট ব্যক্তির।

শাব শেখের দুইটি বিধানসভায় ভোটার হিসেবে নাম থাকার ঘটনায় সরব হয়েছিল বিজেপি। ভোটার তালিকা পুনর্মুল্যায়নের দাবি করেন। যদিও এই বিষয়ে নির্বাচনী কমিশনের দফতরে কোনও অভিযোগপত্র বা দাবিপত্র জমা পড়েনি বলে জানা গিয়েছে। দিও ভোটার তালিকার ক্ষেত্রে যাবতীয় ঘটনার দায় বিডিও এবং জেলাশাসকের বলে সরব হয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।