- Ad-
- Ad -
- Ad -
- Ad -
জগদ্দল : গত মঙ্গলবার একুশে নভেম্বর নিজের বাড়ির সামনে খুন হয়েছিলেন তৃণমূল নেতা ভিকি যাদব। সেই খুনের ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করল ব্যারাকপুুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে দ্বিতীয় দুজনের নাম অঙ্কিত কুমার সিং ওরফে রিংকু এবং রহিস আলি। অঙ্কিত কুমার সিং-এর বাড়ি ভাটপাড়ায় এবং রহিস আলীর বাড়ি জগদ্দলে। এরাই ভাড়াটে খুনিদের পরিচালনা করেছিল বলে জানান বারাকপুরের নগরপাল অলক রাজোরিয়া।
- Ad -