পাঁচিল ভেঙ্গে মৃত্যু ২ বছরের শিশু, আহত আরও ৩ শিশু

সৌভিক সরকার, ব্যারাকপুর: খেলা করতে গিয়ে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল এক শিশুর। আহত আরও তিন শিশু। ঘটনাটি টিটাগড় স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের ধারের

স্থানীয়সুত্রে জানা গিয়েছে, টিটাগড় রেলস্টেশনের পার্শ্ববর্তী অঞ্চলে রেলের জায়গাতেই ঝুপড়ি বানিয়ে বেশ কয়েক বছর ধরে বসবাস করেন স্থানীয় জুট মিলের কয়েকটি শ্রমিক পরিবার। আজ শুক্রবার সকাল ৮ টা নাগাদ সেই সমস্ত পরিবারের ৪ জন শিশু তাদের ঝুপড়ি ঘরের পাশেই একটি পরিত্যক্ত ঘরের সামনে খেলা করছিল তারা। খেলা  চলাকালীন  আচমকাই পাশে থাকা পরিত্যক্ত ঘরে পাঁচিল ভেঙে পড়ে ওই শিশুদের উপর। সাথে সাথেই খবর দেওয়া হয় টিটাগড়  থানায়।

মৃত শিশুর মা কান্নায় ভেঙ্গে পড়েছেন।

ঘটনাস্থলে ছুটে আসে টিটাগড় থানার পুলিশ এবং রেল পুলিশ। টিটাগড় থানার পুলিশ, ও রেল পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জন শিশুকে উদ্ধার করে ব্যারাকপুর ডাঃ বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরিয়ান দাস নামে একটি দু বছরের শিশুকে মৃত বলে ঘোষণা করা হয় বাকি তিনটি শিশুকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । ছোট্ট শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

Exit mobile version