দীর্ঘ ৩০ বছর পর প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

 

খবর এইসময়, নিউজ ডেস্কঃ তিন দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ১৯৮৯-৯০ এর পর আবার প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হল লিভারপুল।

রেডসদের এই লিগ খেতাব জয়ের জন্য  ৩০ বছরের থেকেও  আরও কিছুদিন দীর্ঘ হতে পারত যদি স্ট্যাম্পফোর্ড ব্রিজে ম্যাঞ্চেস্টার সিটি চেলসিকে হারাতে পারত। তবে দ্য ব্লুজদের কাছে গুয়ার্দিওলার গেম প্ল্যান ফিকে হতেই লিভারপুলের লিগ জয় নিশ্চিত হয়ে যায়।

চ্যাম্পিয়ন হওয়ার জন্য লিভারপুলের প্রয়োজন ছিল ৭ ম্যাচে মাত্র ২ পয়েন্ট। যদিও তার জন্য আর নতুন করে মাঠে নামতে হয়নি জুরগেন ক্লপদের। দ্বিতীয় স্থানে থাকা সিটি পয়েন্ট খোয়াতেই পরিস্কার হয়ে যায় যে, লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান চলতি মরশুমে আর মেটা সম্ভব নয়।৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিভারপুল বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। সমসংখ্যক ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির সংগ্রহ ৬৩ পয়েন্ট। অর্থাৎ, লিগের বাকি ৭টি ম্যাচ জিতলেও ৮৪ পয়েন্টের বেশি এগনো সম্ভব নয় সিটির।চেলসির কাছে ম্যান সিটি পরাজিত হয় ২-১ গোলে। ফলে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতে লিভারপুল। ১৯৯২ সাল থেকে নাম বদলে প্রিমিয়র লিগ হিসেবে আত্মপ্রকাশ করার পর ইংল্যান্ডের জাতীয় ফুটবলে লিভারপুলের সাফল্য অধরা ছিল। অবশেষে সেই আক্ষেপ মিটল রেডসদের।

Exit mobile version