কলকাতার হোস্টেল থেকে উদ্ধার মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ

শুক্লা রায়চৌধুরী, কলকাতা: আত্মঘাতী হলেন কলকাতার এক মেডিক্যাল ছাত্রী। হোস্টেলের ঘর থেকেই উদ্ধার করা হল ঝুলন্ত মৃতদেহ। আর আহমেদ ডেন্টাল কলেজের পিজি স্টুডেন্ট ছিলেন মানসী মণ্ডল। বছর ২৬-এর এই ছাত্রীরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তবে গোটা বিষয় নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কি কারণে ওই ছাত্রই  আত্মঘাতী হয়েছেন তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানা যাচ্ছে না। এমনকি তাঁর মৃতদেহ থেকেও অন্য কোনও তথ্য বা নোট কিছুই মেলেনি। পুলিশ এখনও সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে।

কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেই মানসী তাঁর সরির অসুস্থ ছিল বলে জানিয়েছিলেন বন্ধুদের কাছে। এমনকি এই কারণেই কলেজেও যাননি এই কারণেই। বন্ধুদের বলেন, পরে যাবেন কলেজে। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কলেজে আসেননি তিনি। তারপরেই বন্ধুরা হোস্টেলে গিয়ে দরজা বন্ধ দেখেন।

এর পরে দরজা ভেঙে দেখতে পাওয়া যায় মানসীর ঝুলন্ত দেহ। মানসীকে ওই অবস্থায় দেখার পরেই কলেজের প্রিন্সিপ্যালকে খবর দেওয়া হয়। প্রিন্সিপ্যাল তারপরে এন্টালি থানায় খবর দেন। থানায় খবর দেওয়ার পরেই পুলিশ এসে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখনও আত্মহত্যার পিছনে কি কারণ তা জানা যায়নি।

Exit mobile version