করোনার থাবায় মৃত্যু কলকাতা ট্রাফিক পুলিশের ওসির

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ  ফের করোনাভাইরাসের থাবায় প্রাণ গেল এক পুলিশ আধিকারিকের। শুক্রবার সকাল ন’টা নাগাদ বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের। ১৯৯৫ ব্যাচের এই অফিসার দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে   ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় অভিজ্ঞানবাবুর। বহুক্ষণ চেষ্টার পরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দুই পুলিশকর্মীরও।গত ৭ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল শেক্সপিয়র সরণি থানার এক কনস্টেবলের, পাশাপাশি দিলীপ সর্দার(৪৫)নামে কলকাতা পুলিশের আরও এক কনস্টেবলের মৃত্যু হয় গত ১৩ জুন । তিনি অবশ্য শিয়ালদহ ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন।

পুলিশ মহলে পর পর এই আক্রান্তের খবর পাওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠকে অনেকবার তিনি বলেছেন, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত থাকতে হবে। নইলে অন্যদের সুরক্ষিত রাখা যাবে না। প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মীরা যাতে সবসময় মাস্ক ও প্রয়োজনীয় সুরক্ষা বজায় রাখেন, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইনস্পেক্টর অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর দেওয়া হয় কলকাতা পুলিশের তরফেও। সেখানে লেখা হয়, একবারের সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছিলেন অভিজ্ঞানবাবু। সেই লড়াই করতে গিয়েই আক্রান্ত হন তিনি। জানানো হয়েছে, ওই অফিসারের পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে শীঘ্রই।

Exit mobile version