পল্লব হাজরা,বরানগর: কঠোর অধ্যবসায়ের মাধ্যমে যিনি দেশের শীর্ষস্থানীয় প্রশাসনিক পদে পৌঁছানোর স্বপ্ন দেখছিলেন, সেই যুবকেরই মর্মান্তিক পরিণতি ঘটল গঙ্গায় স্নান করতে নেমে। আজ বৃহস্পতিবার সকালে বরানগরের (Baranagar)১৭ নম্বর ওয়ার্ডের শীতলা মাতা লেনের বাসিন্দা, ২৮ বছর বয়সী সুমিত গুপ্তার সলিল সমাধি হলো আলমবাজার ঘাটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইউপিএসসি প্রস্তুতির জন্য আলমবাজার এলাকায় কারো বাড়িতে পড়াশোনা করছিল রাতভর। তারপর বৃহস্পতিবার, সকাল ৬টা নাগাদ সুমিত তাঁর এক বন্ধুর সঙ্গে আলমবাজার ঘাটে গঙ্গাস্নানে আসেন। স্নান করার সময় হঠাৎ করেই দু’জন গভীর জলে তলিয়ে যেতে শুরু করেন। নদীর স্রোত ও গভীরতা তাঁদের আয়ত্তের বাইরে চলে যায়।
দুই বন্ধুকে তলিয়ে যেতে দেখে ঘাটে উপস্থিত স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন। স্থানীয়দের তৎপরতায় দুইজনের মধ্যে একজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও, যুবক সুমিত গুপ্তাকে বাঁচানো সম্ভব হয়নি। চোখের নিমেষে তিনি গঙ্গার গভীর জলে তলিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সুমিতের বাবা সুজিত গুপ্তা ও তাঁর মা এবং ভাই। সেখান থেকেই সুমিতের বাবা সুজিত বাবু পাড়ার কাউন্সিলর তথা বরানগর পুরসভার পারিষদ অঞ্জন পালকে ফোন করে জানান তাঁর ছেলে সুমিতের গঙ্গায় তলিয়ে যাওয়ায় ঘটনা। শোনা মাত্রই অঞ্জন বাবু ছুটে আসেন আলম বাজার গঙ্গার ঘাটে।খবর দেন বরানগর থানায়,আসে পুলিশ প্রশাসন। ডুবুরি দল এনে তৎক্ষণাৎ গঙ্গায় জোরদার তল্লাশি অভিযান শুরু করা হয়। দীর্ঘক্ষণ নিরলস তল্লাশির পর অবশেষে আলমবাজার ঘাট সংলগ্ন এলাকা থেকেই উদ্ধার হয় সুমিত গুপ্তার নিথর মৃতদেহ।
মৃত যুবক সুমিত গুপ্তা বরানগর এলাকায় একজন মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি ইউপিএসসি (UPSC)-এর মতো অত্যন্ত কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গোটা বরানগর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যদের কান্নার রোলে ভারী হয়ে উঠেছে এলাকা।