পঞ্চায়েত অফিসে বিজেপির ডেপুটেশান দেওয়া নিয়ে উত্তেজনা তমলুকে

 

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুরঃ আমফানের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশান দেওয়া নিয়ে উত্তেজনা।ডেপুটেশানকে ঘিরে রণক্ষেত্রের চেহরা নেয় পূর্ব মেদিনীপুর তমলুক থানার উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশের সামনে বিজেপি কর্মীদের তৃণমূল কর্মীরা হেনস্থা করে বলে এমনটাই অভিযোগ। বিজেপির অভিযোগ, আমফানের ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে স্বজনপোষন হয়েছে এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ দেখানোর জন্য হাজির হয় বিজেপি কর্মী সমর্থকরা। তখনই কিছু তৃণমূল কর্মী সমর্থক এসে বিজেপি কর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রতিবাদ করলেই বিজেপি কর্মীদের হেনস্থা করা হয় বলে এমনটাই অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে তমলুক থানার বিশাল পুলিশবাহিনী।পুলিশের সামনেই বিজেপি কর্মীদের হেনস্থা করে তৃণমূল কর্মীরা এমনটাই বিজেপির অভিযোগ। ঘণ্টাখানেকের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তমলুক থানার পুলিশ।এরপর গ্রাম পঞ্চায়েত অফিসে পুলিশের উপস্থিতিতে ডেপুটেশান দেয় বিজেপির প্রতিনিধিদল।

Exit mobile version